‘সুন্দরবনের গপ্পো’, বড়পর্দায় দেখুন সুন্দরবনের বর্গী পরিবারের কাহিনি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ছবির মূল চরিত্রে অভিনয় করেছে দুই শিশু, অবিনাশ রাই ও রোহিনী সেন।
#কলকাতা: ‘সুন্দরবনের গপ্পো’। প্রদীপ মিস্ত্রী পরিচালিত বাংলা ছবি। ছবির বিষয়বস্তু সুন্দরবনের মানুষের কঠিন জীবনযাত্রা ও জীবনযুদ্ধে টিকে থাকার গল্প। যার আবর্তে থাকছে সুন্দরবনের বর্গী পরিবার। বেশ কিছু সনামধন্য চলচ্চিত্র উৎসবে ছবিটি অংশ নেওয়ার লক্ষ্যে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মস ও ডেসটিনেশন পিকচারস-এর ব্যানারে ছবির প্রযোজক শুভঙ্কর বিশ্বাস ও এস কে মণ্ডল। চিত্রগ্রাহক প্রিয়রঞ্জন বেহেরা। ছবিতে সুর দিয়েছেন প্রসেনজিৎ দে। ‘বন্দে মা তরম’-এ গানের গলাও দিয়েছেন প্রসেনজিৎ দে সঙ্গে পাপড়ি মহাজন।
ছবির মূল চরিত্রে অভিনয় করেছে দুই শিশু, অবিনাশ রাই ও রোহিনী সেন। খল চরিত্রে প্রখ্যাত অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে দেখা যাবে দেবেশ রায়চৌধুরী, সন্দিপ মন্ডল, শান্তনু দাস, চিত্রা মুখোপাধ্যায়, সুজিত মুখোপাধ্যায় সহ অনেককে।
গল্পটি শুরু হয়, সুন্দরবনের এক মৎস্যজীবী পরিবারের একটি বাচ্চা ছেলে নরেনকে দিয়ে। জঙ্গলে গিয়ে মাছ ধরায় তার বিশেষ কৌতুহল। একদিন সে তার বাবার সঙ্গে জঙ্গলে যায়। রাতে সবাই মাছ ধরায় ব্যস্ত থাকলে তার বাবাকে বাঘে জঙ্গলের ভিতর টেনে নিয়ে যায়। সবাই মিলে বাঘকে ধাওয়া করে এবং নরেনও তাদের সঙ্গে যোগ দেয়। জঙ্গলের ভিতর সে পথ হারিয়ে ফেলে। একটি ছোট্ট মেয়ে এসে তাকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করে এবং জঙ্গলের মধ্যে নিজের বাসস্থানে নিয়ে আসে। নরেন জানতে পারে মেয়েটি জঙ্গলের ডাকাত রহমানের একমাত্র কন্যা ঝিনুক। নরেন তাদের সঙ্গে নিরাপদে থাকতে শুরু করে। নরেন ও ঝিনুক খুব ভাল বন্ধু হয়ে ওঠে। রহমান ভয়ঙ্কর ডাকাত হলেও বাবা হিসেবে খুব আবেগপ্রবণ। ঝিনুক নরেনকে জঙ্গল ঘুরিয়ে দেখায়। সে পড়াশুনা করে না জেনে নরেন তাকে পড়াতে শুরু করে এবং ঝিনুকও ক্রমশ আগ্রহী হয়ে ওঠে। একদিন নরেন, ঝিনুক ও রহমান নৌকোয় চেপে জঙ্গল পরিদর্শনে বের হয়। হঠাৎ একজন ফরেস্ট অফিসার রহমানকে ধরে ফেলে। জেলে মাঝির পোশাকে সেজে থাকা রহমান সেই অফিসারকে জেলে বলেই পরিচয় দেয়। নরেন মনে মনে ভাবে যে, সত্যি কথা বললে সে বাড়ি ফিরে যেতে পারবে, কিন্তু তাতে রহমান গ্রেফতার হয়ে যেতে পারে। তাই ঝিনুকের কথা ভেবেই তার মন সত্যি বলতে সায় দেয় না। এরপর কী হবে? কোন দিকে এগোবে ছবির গল্প? জানতে, দেখতে হবে সুন্দরবনের গপ্পো৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2021 5:59 PM IST