হচ্ছে মুখেভাতের আয়োজন! মা শুভশ্রীর কোলে দোল খেয়ে মজা পেয়েছে ইউভান, খিলখিলিয়ে হাসছে

Last Updated:

ইনস্টাগ্রামে নিয়মিত দেখে মেলে ছোট্ট ইউভানের৷ খুবই আদুরে সে৷ দেখতে দেখতে ৬ মাসও কেটে গিয়েছে ইউভানের৷ এখন হচ্ছে মুখেভাতের আয়োজন৷

#কলকাতা: টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী। এই যুগলের প্রেম থেকে তাঁদের সন্তানের ভিডিও, সব সময় থেকেছে চর্চায়। রাজ পরিচালক হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত। শুভশ্রীও টলিউডের প্রথমসারির নায়িকা। তাই রাজ-শুভশ্রীর জুটি সুপারহিট৷ অন্যদিকে শুভশ্রী কোনও ছবিতে থাকা মানেই সে ছবি সুপার হিট। এক সময় দেবের সঙ্গে শুভশ্রীর জুটি ছিল সব থেকে হিট। জিতের সঙ্গেও বেশ কয়েকটি ভাল ছবি রয়েছে তাঁর। তবে বিয়ের পর কিছুটা কাজ কমিয়েছিলেন শুভশ্রী। স্বামী রাজের পরিচালনাতেই তাঁকে কাজ করতে দেখা গিয়েছিল। কেন কাজ কমিয়েছিলেন তা অবশ্য সকলের জানা! আপাতত বড় স্ক্রিনে না হোক, সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় রাজ-শুভশ্রী৷ তাদের ইনস্টাগ্রামে নিয়মিত দেখে মেলে ছোট্ট ইউভানের৷ খুবই আদুরে সে৷ দেখতে দেখতে ৬ মাসও কেটে গিয়েছে ইউভানের৷ এখন হচ্ছে মুখেভাতের আয়োজন৷ সেই মতো সেজে উঠছে বাড়িও৷ এবার ভাত খাওয়া শুরু করবে রাজ-শুভশ্রীর ছেলে৷ দেখতে দেখতে বড় হয়ে উঠছে সে৷
গতকাল, ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন৷ অতদিন তো স্বামীর পাশে থাকতেন শুভশ্রী৷ চলতে পার্টি৷ কিন্তু এখন বাবাকে ইউশ করেত তৈরি হয়েছে ইউভান৷ তাই তো বাবার জন্মদিনে তাকে হ্যাপি বার্থ ডে বলতে শেখাচ্ছেন শুভশ্রী৷ ছেলে কোলে নিয়ে, তাকে নাচিয়ে নাচিয়ে বলতে বলছেন হ্যাপি বার্থ ডে বাবা! সেই সময় ভিডিওর ওপারে রয়েছেন স্বয়ং রাজ৷ কোলে করে ছেলেকে নাচাচ্ছেন শুভশ্রী৷ একবার রাজের দিকে তাকে নিয়ে যাচ্ছেন আর একবার নিজের দিকে৷ এমন ভাবে মায়ের কোলে দেল খেতে ভারী মজা পেয়েছে ছোট্ট ইউভান৷ আর মিষ্টি মুখে খিলখিলিয়ে হাসছে সে৷ এমন ভিডিও দেখে মন ভরছে সকলের৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভালোবাসার বিয়েকে সন্তান সুখে ভরিয়ে তুলতে চেয়েছিলেন তাঁরা। আর শুভশ্রীর কোল আলো করে এসেছে ছোট্ট ইউভান। বলিউডে যেমন নিজের মিষ্টতায় ছোট থেকেই জনপ্রিয় তৈমুর আলি খান। টলিউডেও ঠিক তেমনটায় আদুরে এবং জনপ্রিয় হয়ে উঠেছে রাজ-শুভশ্রীর ছোট্ট রাজপুত্তুর। ঠিক যেন পুতুল। সবে ছ মাসে পা দুল ইউভান। কয়েকদিন আগেই পালন হল তাঁর পাঁচ মাসের জন্মদিন।
advertisement
advertisement
ইউভানকে কখনও দেখা যায় বাবার সঙ্গে মজার করতে। আবার কখনও ঠাম্মার কোলে বসে আদর খায় সে। আর মা শুভশ্রীর তো চোখের মণি ইউভান। সন্তান জন্ম দিতে গিয়ে বেশ কিছুটা মোটাও হয়েছেন শুভ। কিন্তু তাতে কি, মেদ ঝরাতে আর কি ! সময় এলেই আবার ঝরঝরে হয়ে উঠবেন। আপাতত সন্তান আদরে ভাসছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হচ্ছে মুখেভাতের আয়োজন! মা শুভশ্রীর কোলে দোল খেয়ে মজা পেয়েছে ইউভান, খিলখিলিয়ে হাসছে
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement