#কলকাতা: জন্মদিন পালন হয়েছে সকালে ৷ কেক কেটে, পানীয়ে চুমুক দিয়ে সকাল থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন ৷ বিয়ের পর প্রথম জন্মদিন শুভশ্রীর ৷ কিছুটা স্পেশাল তো বটেই ৷ ব্যংককে শুরু হয়েছে দ্বিতীয় দফার সেলিব্রেশন ৷ রাত বাড়তেই সেই রং কিছুটা বদলেছে ৷ তাই সেই উদযাপনও হল সেভাবেই ৷ নিজের জন্মদিনে দারুণ নাচলেন শুভশ্রী ৷ কোন বাঁধই মানলেন না ৷ তিনি যে খুবই খুশি, নাচের ভিডিও থেকেই স্পষ্ট ৷ রাজ ছাড়ার নিকট আত্মীয় বন্ধু রয়েছে তাঁদের সঙ্গে ৷ সকলেই উপভোগ করলেন সেই সময়টা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Chakrabarty, SnR, Subhashree Ganguly, রাজ চক্রবর্তী, রাজ-শুভশ্রী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়