Independence Day 2021|| স্বাধীনতার ৭৫ বছরে ৭৫জন শিল্পী সমন্বয়ে 'জন গণ মন', পরিচালনায় শুভদীপ-চিরন্তন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Indian Independence Day New Music Video: ভারতের স্বাধীনতার ৭৫ বছরে পঁচাত্তর জন বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে পূর্ণাঙ্গ গানটি প্রকাশ করার অভিনব উদ্যোগ নিয়েছেন শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন ব্যানার্জী।
#কলকাতা: ভারতের স্বাধীনতার ৭৫ বছরে ৭৫জন শিল্পী সমন্বয়ে জন গণ মন- পরিচালনায় শুভদীপ-চিরন্তন। স্বাধীনতার পঁচাত্তর বছরে পঁচাত্তর জন বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে শ্রুতিবৃত্ত-র নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন গণ মন-র পূর্ণাঙ্গ গানটি প্রকাশ করার অভিনব উদ্যোগ নিয়েছেন শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন ব্যানার্জী।
শুভদীপ-চিরন্তনের পরিচালনায় সাঙ্গীতিক এই প্রয়াসে সামিল হয়েছেন উষা উত্থুপ, অনুপম রায়, ইমন চক্রবর্তী, লগ্নজিতা, সোমলতা, ইন্দ্রানী সেন, জোজো, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, সুরজিৎ চট্টোপাধ্যায়, সিধু, প্রবুদ্ধ রাহা, অদিতি গুপ্ত, মনোজ মুরলি নায়ার, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, শমীক পাল-সহ এই তরুণ প্রজন্মের সমস্ত সংগীতশিল্পীরা। সামিল হয়েছেন বাচিক শিল্পীদের মধ্যে সতীনাথ মুখোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, প্রণতি ঠাকুর, শোভনসুন্দর বসু, রায়া ভট্টাচার্য, মধুমিতা বসু, মৌনিতা চট্টোপাধ্যায়, অন্তরা দাস প্রমুখ।
advertisement

advertisement
চলচ্চিত্র অঙ্গনের শিল্পীদের মধ্যে চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়, পরিচালক গৌতম ঘোষ কণ্ঠ মিলিয়েছেন এই গানে। রয়েছেন নৃত্যগুরু থাঙ্কমনি কুটটি ও তনুশ্রী শংকর, ডোনা গাঙ্গুলীদের সঙ্গে অর্ণব বন্দ্যোপাধ্যায়, দীপ্তাংশু পাল, গার্গী নিয়োগী, রুদ্রাভ নিয়োগী, ঝিনুক মুখোপাধ্যায়, শতাব্দী আচার্য, রুমেলি, কঙ্কনা,অপরূপা-সহ বিভিন্ন ঘরানার নৃত্যশিল্পীরা।
advertisement

সংগীত পরিচালনা করেছেন চিরন্তন। শুভদীপের ভাবনায় এই কাজের মধ্যে উঠে এসেছে বৈচিত্রের মধ্যে ঐক্যের চিরকালীন বার্তা। দৃশ্যনির্মাণ ও সম্পাদনা করেছেন অরুণাভ খাসনবিস। শব্দগ্রহণ ও মিশ্রনে ছিলেন এস গোপাল। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আজাদী কি অমৃত মহোৎসব-অনুষ্ঠানে এই নির্মানটি পরিবেশিত হয়েছে।

advertisement
গানটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মাননীয় সত্যম রায়চৌধুরী। গানটি পরিবেশন করেন আড্ডাটাইমস। শুভদীপ-চিরন্তনের আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে স্বাধীন ভারতের হীরক জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে।
Arunima Dey
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2021 5:01 AM IST