ভালবাসায় ধর্ম কখনওই পাঁচিল নয়, হাতে শাঁখা-পলা পরে ছবি দিলেন সৃজিত-ঘরণী মিথিলা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বিয়ে হয়েছে রেজিস্ট্রি করে । ভালবাসার সামনে ধর্মের পার্থক্য তুচ্ছ হয়ে গিয়েছে ।
#ঢাকা: করোনার জেরে লকডাউন চলছে এ দেশে। লকডাউন চলছে বাংলাদেশেও! আর এই লকডাউনে আলাদা হয়ে পড়েছেন সদ্যবিবাহিত জুটি সৃজিত ও মিথিলা। তবে দূর থেকে হলেও ছুঁয়ে থাকারই চেষ্টা করছেন দুই সেলেব জুটি ।
কখনও ভিডিও কল, কখনও কবিতা, কখনও গান... ভার্চুয়াল দুনিয়ার মাধ্যমেই একে অপরকে জড়িয়ে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দু’জনে । দুই বাংলাতেই ধীরে ধীরে শুরু হচ্ছে সিনেমার শ্যুটিং । সমস্ত সতর্কতা মেনেই লাইটস-ক্যামেরা-অ্যাকশনের ময়দানে ফিরে যাওযার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কলাকুশলীরা ।
advertisement
advertisement
ওপার বাংলায় মিথিলা ঘরে বসেই বানিয়ে ফেলেছেন শর্ট ফিল্ম । তাতে অভিনয় করেছে মিথিলার ছোট্ট মেয়ে আইরাও । আইরাকে নিয়েই সময় কাটছে মা মিথিলার । আর তার সঙ্গে রয়েছে মন ভাল করার দাওয়াই, ফোটোসেশন । সম্প্রতি শাড়িতে মিথিলা নিজের গোটা কয়েক ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায় ।
View this post on InstagramLittle pieces of art that can make your day... #sunflowers #vangogh Thanks @6yardsstory
advertisement
সৃজিত-মিথিলা দু’জন আলাদা ধর্মের হলেও তাঁদের বিয়েতে ধর্ম কখনওই বাধা হয়েছে দাঁড়ায়নি । বিয়ে হয়েছে রেজিস্ট্রি করে । ভালবাসার সামনে ধর্মের পার্থক্য তুচ্ছ হয়ে গিয়েছে । আবার সেই ভালবাসার খাতিরেই হাতে পরেছেন শাঁখা-পলা । এই চিহ্ন হিন্দু বিয়ের । আবার কখনও তা শুধুই সাজের সরঞ্জাম । সেই সাজটুকু আপন করে নিলেন মিথিলাও ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2020 11:23 AM IST