Home /News /entertainment /
পুজো থেকেই সুইৎজারল্যান্ড যাত্রার স্বপ্ন শুরু! দেখুন...

পুজো থেকেই সুইৎজারল্যান্ড যাত্রার স্বপ্ন শুরু! দেখুন...

তাই তো সারা বছর টাকা জমিয়ে,দৈনন্দিন অনেক বাজেটে কাটছাট করে বিদেশ সফরের প্রস্তুতি নেয় অনেক বাঙালি মধ্যবিত্ত পরিবার৷

 • Share this:

  #কলকাতা: বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে৷ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে ভালবাসেন সব বাঙালি৷ আর সে যদি হয় কোনও বিদেশ সফর, তাহলে তো কথাই নেই৷ বিদেশ সফরে কয়েকগুণ বাড়িয়ে দেয় তাঁর সোশ্যাল স্টেটাস! তাই তো সারা বছর টাকা জমিয়ে, দৈনন্দিন অনেক বাজেটে কাটছাট করে বিদেশ সফরের প্রস্তুতি নেয় অনেক বাঙালি মধ্যবিত্ত পরিবার৷ এমনই এক মধ্যবিত্ত পরিবারের গল্পকে কেন্দ্র করে ছবি তৈরি করেছেন পরিচালক সৌভিক কুন্ডু৷ ছবির নাম সুইৎজারল্যান্ড৷ নাম শুনেই স্পষ্ট যে, বাঙালির বিদেশ ভ্রমণের সঙ্গে জড়িয়ে রয়েছে ছবির চিত্রনাট্য৷ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র৷ মুক্তি পেল ছবির ট্রেলার৷

  এর আগে দুর্গাপুজোকে কেন্দ্র করে ছবির একটি গান মুক্তি পেয়েছে৷ যা মাতিয়ে দিয়েছে বাঙালি দর্শককে৷ পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে প্যান্ডেল৷ মনে লেগেছে দোলা৷ করোনার ভয় দূরে সরিয়ে এখন বাঙালি পুরোদমে পুজোর নেশায় মত্ত৷ নিউ নর্মাল পুজো নিয়ে বাড়তি বিধিনিষেধ রয়েছে৷ তবে ভার্চুয়ালি সেই মজা নিতে তো সমস্যার কিছু নেই৷ তাই তো আবির-রুক্মিণী-জিতের পুজোর গান একেবারে সুপারহিট! সুইৎজারল্যান্ড ছবির ঢাক বাজা কোমর নাচা-গানে একদিকে যেমন দেখা মিলেছে আবির-রুক্মিণীর নতুন জুটি, আবিরের 'ভাসান ডান্স', তেমনই শোনা গিয়েছে জিতের গলাও! অর্থাৎ স্যাভির কম্পোজ করা এই গানটি আকৃতি কক্কর, দেব নেগির সঙ্গে গেয়েছেন অভিনেতা জিতও৷ এই ছবির অন্যতম প্রযোজক জিৎ৷

  সুইৎজারল্যান্ড ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগেই৷ তবে লকডাউনের ফলে ছবি মুক্তির সময় পিছিয়েছে৷ আপাতত সামনে এসেছে ছবির ট্রেলার৷ যেখানে দেখা গিয়েছে মধ্যবিত্ত পরিবারের সুইৎজারল্যান্ড বেড়াতে যাওয়ার এক গল্প৷ এখানে সুইৎজারল্যান্ড যেন এক প্রতীক৷ বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির স্বপ্ন দেখা ও তা পূরণ হওয়ারই গল্প বলতে চেয়েছেন পরিচালক সৌভিক৷ বাণিজ্যিক এই ছবিতে রয়েছে সব রকম রসদ৷ গান-নাচ-অ্যাকশন-রোম্যান্সের সঙ্গে জুড়েছে বাঙালিয়ানা৷ সব মিলে আগ্রহ বাড়াচ্ছে আবির-রুক্মিণীর সুইজারল্যান্ড৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Abir Chatterjee, Rukmini Maitra, Switzerland

  পরবর্তী খবর