যিশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে হচ্ছে সোলাঙ্কি’কে! বিপদে পড়লেন অভিনেত্রী

Last Updated:

গর্ভবতী না হয়েও যিশু সেনগুপ্তের যমজ সন্তানের দেখভাল করতে হচ্ছে সোলাঙ্কি রায়কে ।

#কলকাতা: দু’জনেই ব্যস্ত নায়ক-নায়িকা । যিশু সেনগুপ্ত আর সোলাঙ্কি রায় । যিশু বহুদিন ধরেই ছোট পর্দা, বড় পর্দা, রিয়্যালিটি শোয়ে মুখ দেখাচ্ছেন । সোলাঙ্কিরও অনেক বছর হয়ে গেল ছোট পর্দায় । সম্প্রতি স্টার জলসায় ‘প্রথমা কাদম্বিনী’তে বিনি’র চরিত্রে অভিনয় করেছেন সোলাঙ্কি । কিন্তু হঠাৎএই দু’জন এক সুতোয় বাঁধা পড়লেন কী করে? কী সম্পর্ক তাঁদের মধ্যে? কেনই বা যিশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে চলেছেন সোলাঙ্কি? বিষয়টা নিশ্চয়ই ঠিক বোধগম্য হচ্ছে না । তা হলে একটু খোলসা করা যাক ।
আসলে এ বার যিশু হবেন ‘সিঙ্গল ফাদার’ । দুই সন্তানকে বড় করে তুলবেন তিনি । তবে রিয়েল লাইফে নয়, গোটা ঘটনাটাই ঘটবে রিল লাইফে । সিনেমার পর্দায় যিশুকে এ বার দেখা যাবে ‘সিঙ্গল ফাদার’-এর ভূমিকায় । ‘সিঙ্গল মম’-এর ধারনা আমাদের সমাজে অনেকদিন ধরেই বিরাজ করছে । কিন্তু ‘সিঙ্গল ফাদার’ এখনও বেশ বিরলই বলা যায় ।
advertisement
বলিউডে এমন উদাহরণ রয়েছে বেশ কয়েকটা । যমজ পুত্র ও কন্যা সন্তানের বাবা করণ জোহর । জিতেন্দ্র পুত্র তুষার কপূরও আইভিএফ-এর মাধ্যমে বাবা হয়েছেন তিনি। সেই রাস্তায় এ বার যিশুও । তাঁর সঙ্গী হয়েছেন সোলাঙ্কি । যদিও সোলাঙ্কি বাচ্চাদের একেবারেই ভালবাসেন না । তবে শেষমেশ এই দায়িত্ব তাঁরই কাঁধে চেপে বসে ।
advertisement
advertisement
নতুন ধারার গল্প ‘বাবা বেবি ও’ নিয়ে বড় পর্দায় আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ । মুখ্য ভূমিকায় থাকছেন যিশু আর সোলাঙ্কি । এই ছবির পরিচালক হলেন অরিত্র মুখোপাধ্যায়, যিনি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ প্রথমবার পরিচালনা করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
যিশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে হচ্ছে সোলাঙ্কি’কে! বিপদে পড়লেন অভিনেত্রী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement