যিশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে হচ্ছে সোলাঙ্কি’কে! বিপদে পড়লেন অভিনেত্রী

Last Updated:

গর্ভবতী না হয়েও যিশু সেনগুপ্তের যমজ সন্তানের দেখভাল করতে হচ্ছে সোলাঙ্কি রায়কে ।

#কলকাতা: দু’জনেই ব্যস্ত নায়ক-নায়িকা । যিশু সেনগুপ্ত আর সোলাঙ্কি রায় । যিশু বহুদিন ধরেই ছোট পর্দা, বড় পর্দা, রিয়্যালিটি শোয়ে মুখ দেখাচ্ছেন । সোলাঙ্কিরও অনেক বছর হয়ে গেল ছোট পর্দায় । সম্প্রতি স্টার জলসায় ‘প্রথমা কাদম্বিনী’তে বিনি’র চরিত্রে অভিনয় করেছেন সোলাঙ্কি । কিন্তু হঠাৎএই দু’জন এক সুতোয় বাঁধা পড়লেন কী করে? কী সম্পর্ক তাঁদের মধ্যে? কেনই বা যিশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে চলেছেন সোলাঙ্কি? বিষয়টা নিশ্চয়ই ঠিক বোধগম্য হচ্ছে না । তা হলে একটু খোলসা করা যাক ।
আসলে এ বার যিশু হবেন ‘সিঙ্গল ফাদার’ । দুই সন্তানকে বড় করে তুলবেন তিনি । তবে রিয়েল লাইফে নয়, গোটা ঘটনাটাই ঘটবে রিল লাইফে । সিনেমার পর্দায় যিশুকে এ বার দেখা যাবে ‘সিঙ্গল ফাদার’-এর ভূমিকায় । ‘সিঙ্গল মম’-এর ধারনা আমাদের সমাজে অনেকদিন ধরেই বিরাজ করছে । কিন্তু ‘সিঙ্গল ফাদার’ এখনও বেশ বিরলই বলা যায় ।
advertisement
বলিউডে এমন উদাহরণ রয়েছে বেশ কয়েকটা । যমজ পুত্র ও কন্যা সন্তানের বাবা করণ জোহর । জিতেন্দ্র পুত্র তুষার কপূরও আইভিএফ-এর মাধ্যমে বাবা হয়েছেন তিনি। সেই রাস্তায় এ বার যিশুও । তাঁর সঙ্গী হয়েছেন সোলাঙ্কি । যদিও সোলাঙ্কি বাচ্চাদের একেবারেই ভালবাসেন না । তবে শেষমেশ এই দায়িত্ব তাঁরই কাঁধে চেপে বসে ।
advertisement
advertisement
নতুন ধারার গল্প ‘বাবা বেবি ও’ নিয়ে বড় পর্দায় আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ । মুখ্য ভূমিকায় থাকছেন যিশু আর সোলাঙ্কি । এই ছবির পরিচালক হলেন অরিত্র মুখোপাধ্যায়, যিনি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ প্রথমবার পরিচালনা করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
যিশুর যমজ সন্তানের দায়িত্ব নিতে হচ্ছে সোলাঙ্কি’কে! বিপদে পড়লেন অভিনেত্রী
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement