#কলকাতা: ফের কি বাংলা বিনোদন জগতে বিচ্ছেদের কালো ছায়া! সুরকার জয় সরকারের সঙ্গে কি সত্যিই বিচ্ছেদ হতে চলেছে সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্রের? লোপামুদ্রার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন সেই গুঞ্জনই দানা বাঁধছে ।
কয়েকদিন আগেই জয়ের সঙ্গে ২০ বছরের একসঙ্গে পথচলার দিন উদযাপন করেছেন লোপা । দু’জনে ঘুরতে গিয়েছিলেন পুরুলিয়ায় । একাধিক উষ্ণ মুহূর্তের ছবিও শেয়ার করেছিলেন গায়িকা । তা হলে কী এমন হল যে এমন পোস্ট করতে বাধ্য হলেন লোপামুদ্রা!
গায়িকা লিখেছেন, ‘‘গান জীবন একটাই । নিজের আনন্দ হল শেষ কথা । সুতোটা ছিঁড়ে দিলাম । নতুন ঘুড়ি ওড়াবো । লাটাইটা ২৫ বছরের পুরনো ।’’ নাহ! এখানে কোথাও সংসার ভাঙার কথা লেখেননি তিনি । এই ভাঙা-গড়ার কথা অন্য কোনও বিষয় নিয়েও হতে পারে ।
নেটিজেনদের একাংশের বক্তব্য, সম্ভবত গান নিয়ে নতুন কোনও চমক আনতে চলেছেন লোপামুদ্রা । হয়তো বা অন্য কোনও ক্ষেত্রে পদক্ষেপ করতে চলেছেন তিনি । বা হয়তো নতুন কোনও অ্যালবামের ট্যাগ লাইনেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছেন তিনি । সব মিলিয়ে লোপার নতুন এই পোস্ট ঘিরে গুঞ্জন আর কৌতূহল যেন ফেটে পড়ছে তাঁর ভক্তদের মধ্যে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lopamudra Mitra