Home /News /entertainment /
Viral Video: পরনে লাল পাঞ্জাবি, বিয়েবাড়িতে 'টুম্পা সোনা' গানে তুমুল নাচ অরিজিৎ সিংয়ের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...

Viral Video: পরনে লাল পাঞ্জাবি, বিয়েবাড়িতে 'টুম্পা সোনা' গানে তুমুল নাচ অরিজিৎ সিংয়ের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...

photo source collected

photo source collected

আট থেকে আশির হার্টথ্রব। যাঁর গানে পাগল হয়ে যান শ্রোতারা। সেই অরিজিৎ সিংকে নাচতে দেখেছেন কখনও?

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আট থেকে আশির হার্টথ্রব। যাঁর গানে পাগল হয়ে যান শ্রোতারা। সেই অরিজিৎ সিংকে নাচতে দেখেছেন কখনও?

লাইভ প্রোগ্রামে কখনও কখনও একটুআধটু নাচতে দেখা যায় গায়ক, গায়িকাদের। যেমন নাসা গানে অনুষ্ঠান জমিয়ে দেন নেহা কক্কর, সুনিধি চৌহান। তবে অরিজিৎ সিংয়ের গানের ধরণটা আলাদা। তাঁর ফ্যানরা বলে, হৃদয় দিয়ে গান করেন তিনি। এমনিতেও অরিজিৎ সিংকে দেখলে মনে হয় শান্ত প্রকৃতির তিনি।

এ হেন স্বভাবের গায়ককে দেখা গিয়েছে হালফিলের টুম্পা সোনা গানে ব্যাপক নাচতে। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ফ্যান পেজে উঠে এসেছে এমনই একটি ভিডিও। যেখানে ভাইরাল 'টুম্পা সোনা' গানে আর পাঁচজন পাড়ার ছেলের সঙ্গেই নাচলেন বলিউডের 'তারকা' গায়ক। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসা কিছু তরুণীর গলার আওয়াজেই স্পষ্ট তাঁরাই ভিডিওটি করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওটি দেখলেই স্পষ্ট হচ্ছে বিয়েবাড়িতে গিয়েছেন অরিজিৎ। তাঁর পিরণে টুকটুকে লাল পাঞ্জাবি। বিয়েবাড়িতে উচ্চৈঃস্বরে বাজছে ট্রেন্ডিং টুম্পা সোনা গান। আর সেই গানের তালে তালে কোমর দোলাচ্ছেন বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন। কিছুক্ষন এ দিক-ওদিক ক্যামেরা ঘোরানোর পরেই ক্যামেরাবন্দি হন অরিজিৎ সিং। বিয়েবাড়ির অন্যান্য নিমন্ত্রিতদের সঙ্গে দাঁড়িয়ে কোমর দোলাচ্ছিলেন তিনিও। জানা গিয়েছে, কোনও এক আত্মীয়ের বিয়েতে অংগহ নিতেই জিয়াগঞ্জে গিয়েছিলেন তিনি। সেই বিয়েবাড়িতেই ক্যামেরাবন্দি হন এই বলিউড স্টার।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Arijit Singh, Viral Video