হোম /খবর /বিনোদন /
ফ্লোরে একসঙ্গে ৬ জনের বেশি শিল্পী নয় ! বেঁধে দেওয়া হল শ্যুটিংয়ের সময়সীমাও !

ফ্লোরে একসঙ্গে ৬ জনের বেশি শিল্পী নয় ! বেঁধে দেওয়া হল শ্যুটিংয়ের সময়সীমাও !

photo source collected

photo source collected

শ্যুটিং ফ্লোরে একসঙ্গে ৬ জনের বেশি অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে কাজ করা যাবে না।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অবশেষে আগামী ১০ জুন থেকে টলিপাড়ায় শুরু হচ্ছে সিনেমা ও সিরিয়ালের শ্যুটিং। ১৫ জুন থেকে নতুন এপিসোড দেখানো হবে টিভিতে। তবে শ্যুটিংয়ের ক্ষেত্রে থাকছে বেশ কিছু বিধি-নিষেধ। বৃহস্পতিবার শ্যুটিং শুরুর বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস, আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া, প্রডিউসার্স গিল্ড ও আর্টিস্ট ফোরাম অন্যান্য প্রতিনিধি, চ্যানেল কর্তৃপক্ষ সহ অন্যান্যরা। সেখানেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

জানানো হয়েছে এবার থেকে শ্যুটিং ফ্লোরে একসঙ্গে ৬ জনের বেশি অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে কাজ করা যাবে না। মানতে হবে সব রকম কোভিড ১৯ সর্তকতা। এছাড়া গোটা ইউনিটের সংখ্যা হবে ৩৫। বাকি অন্যান্য নিয়মের সঙ্গে বদলাচ্ছে শ্যুটিংয়ের সময়সীমাও। আগের মতো আর দিন রাত এক করে, করা যাবে না শ্যুটিং। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হল। সকাল ৬ টা থেকে সন্ধে ৮ পর্যন্ত চলবে শ্যুটিং। এর বেশি সময়ে বা অন্য সময়েও করা যাবে না শ্যুটিং।

Published by:Piya Banerjee
First published:

Tags: Film, Kolkata, Lockdown, Shoot time, Tollywood