ছুরি নয়, আঙুল দিয়ে জন্মদিনের কেক কাটলেন মিমি, দেখুন ভিডিও--
Last Updated:
#কলকাতা: ১১ ফেব্রুয়ারি, ঘড়ির কাঁটা সবে ১২ ছুঁয়েছে! সেলিব্রেশনে মেতে উঠল চক্রবর্তী পরিবার! মিমির জন্মদিন বলে কথা! মা তাপসী চক্রবর্তী ও বাবা অরুণ চক্রবর্তীর সঙ্গেই জন্মদিনের আনন্দে মাতলেন টলিটাউনের হার্টথ্রব মিমি! বন্ধুকে সারপ্রাইজ দিতে ছুটে এসেছিলেন বিরসা দাশগুপ্ত, নুসরত জাহানও!
কিন্তু মিমি মানেই 'আলাদা' কিছু! সবাই-ই তো ছুরি দিয়ে কেক কাটে! মিমি তাই সকলকে চমকে দিয়ে কেক কাটলেন আঙুল দিয়ে! প্রথম টুকরোটা মা-বাবাকে খাইয়ে সোজা নিজের মুখে চালান...!
দেখুন মিমির জন্মদিন সেলিব্রেশনের ভিডিও...
advertisement
advertisement
পরে অবশ্য পার্টিতে হাজির থাকা সবাইকেই একে একে কেক খাওয়ালেন 'ভিলেন' স্টার! বাদ গেল না প্রিয় পোষ্য চিকুও! পায়েল সরকার, অর্পিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রায় গোটা টলিউড... মিমির ২৯এর জন্মদিনে শুভেচ্ছাবার্তার ঢল নেমেছিল! অতীতের তিক্ততা ভুলে উইশ করেছিলেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও !
advertisement
Location :
First Published :
February 12, 2019 4:38 PM IST