'কল্যানীতে চাপ দিয়ে নাটকের শো বন্ধ করা হল', অভিযোগে সরব ঋতব্রত

Last Updated:

রাজনৈতিক নাটক ‘দেশের নামে’-র ‘আমন্ত্রিত শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবার কল্যাণীর তাপস সেন কুমার রায় নাট্য ভবনে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ওই নাটক ‘বন্ধ করিয়ে দেওয়া’-র ফোন কল আসে বলে অভিযোগ ঋতব্রতর।

#কলকাতা : অভিনেতা তথা নাট্যকর্মী ঋতব্রত মুখোপাধ্যায় পরিচালিত নাটক ‘বন্ধ’ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল কল্যাণীতে। ‘দেশের নামে’, নাটকটি শুক্রবার কল্যাণীতে মঞ্চস্থ হওয়ার কথা ছিল। ঋতব্রতর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে চাপ দিয়ে অভিনয় বন্ধ করিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার একটি ভিডিওতে তিনি বলেছেন, "আমাদের শো করতে দেওয়া হবে না। আমাদের ফোন করে এই কথা বলা হয়েছে। শো বন্ধ করার ক্ষমতা কাদের থাকে, তা বলার অপেক্ষা রাখে না। যাঁরা ক্ষমতায় থাকে, তাদেরই এই ক্ষমতা থাকে।"
ঋতব্রতর বক্তব্য অনুযায়ী, ইউনিভার্সিটি ফ্রেন্ড’স গ্রুপ নিবেদিত রাজনৈতিক নাটক ‘দেশের নামে’-র ‘আমন্ত্রিত শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবার কল্যাণীর তাপস সেন কুমার রায় নাট্য ভবনে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ওই নাটক ‘বন্ধ করিয়ে দেওয়া’-র ফোন কল তাঁর কাছে আসে বলে অভিযোগ ঋতব্রতর।
advertisement
advertisement
ফেসবুকে যে ভিডিয়োটি ঋতব্রত পোস্ট করেছেন, তার সঙ্গে একটা স্টেটাস আপডেটও দিয়েছেন তিনি। সেই পোস্ট-এ একজায়গায় ঋতব্রত লিখেছেন, “যাঁরা আয়োজন করেছিলেন, আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছিলেন আমাদের, তাদের বলা হয় উপরমহল থেকে, এই নাটকটি করবেন না, আপনাদের ভালোর জন্যই বলছি!” ভিডিয়োতে ঋতব্রতর দাবি, ‘অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে’ কল্যাণীর শো ‘বন্ধ করিয়ে দেওয়া হয়েছে’।
advertisement
ঋতব্রতর দাবি, “আয়োজকের তরফে বলা হয়, ‘কালকের শো-টি আমরা ক্যানসেল করছি।” সংশ্লিষ্ট আয়োজক সংস্থা 'ড্যাড' এর দাবি, “ক্যানসেল নয়, স্থগিত হয়েছে এই শো।” তাদের তরফে বলা হয়, "আমাদের এই মফস্বলে কোনও শো করতে হলে পুলিশের অনুমতি লাগে। হল ভাড়া করলেও এখনও সেই অনুমতি আমাদের নেওয়া হয়নি। পুলিশ অনুমতি দিলে এই নাটক মঞ্চস্থ হবে।”
advertisement
ঋতব্রতর অভিযোগ প্রসঙ্গে কল্যাণী শহরের তৃণমূল সভাপতি অরূপ মুখোপাধ্যায় বলেছেন, "এমন কোনও কিছু হতেই পারে না। অভিযোগ মিথ্যা।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'কল্যানীতে চাপ দিয়ে নাটকের শো বন্ধ করা হল', অভিযোগে সরব ঋতব্রত
Next Article
advertisement
Iran: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসা করলেই ঘাড়ে চাপবে ট্যারিফের বোঝা! ভারতের উপর কী প্রভাব পড়বে? জানুন
ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসায় চাপবে ট্যারিফ! ভারতের উপর এর কী প্রভাব পড়বে
  • ইরানের সঙ্গে কেউ বাণিজ্য করলে তার উপরেও শুল্ক আরোপ করবে আমেরিকা

  • ২৫% ট্যারিফের বোঝা চাপাবে আমেরিকা

  • মঙ্গলবার ঘোষণা করলেন ট্রাম্প

VIEW MORE
advertisement
advertisement