'আমি জিতবই', দাবি রাজের! উত্তরপাড়ার প্রার্থী কাঞ্চনও আশাবাদী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
সম্প্রতিও বিনোদন জগত থেকে একের পরে এক তারকা যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে দুই হেভি ওয়েট নাম হল রাজ চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক।
#কলকাতা: একঝাঁক তারকা যোগ দি য়েছেন তৃণমূলে। ঘাসফুল শিবিরে সব সময়েই বিনোদন জগতের তারকারা বিশেষ ভূমিকা পালন করেছেন। সম্প্রতিও বিনোদন জগত থেকে একের পরে এক তারকা যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে দুই হেভি ওয়েট নাম হল রাজ চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক।
বারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বলছেন তারকা নয়। একেবারে মানুষের সঙ্গে মিশে কাজ করবেন তিনি। রাজ হালিশহর অঞ্চলেই বড় হয়েছেন। প্রচারের সময়ে কী কী করণীয়, কোন কৌশলে চলা এবং দলের সতীর্থদের পাশে থাকা ইত্যাদি বিষয়টিও দেখছেন তিনি। সায়নী, জুন মালিয়া, কাঞ্চন, সায়ন্তিকাদের এই বিষয়ে ক্লাসও নিয়েছেন রাজ।
advertisement
রাজ বলছেন, "আমরা সমস্তটার স্ট্র্যাটেজি প্ল্যান করছি যাতে সবাই মিলে কাজটা করতে পারি। বারাকপুর থেকে প্রার্থী হয়ে খুশি রাজ। তিনি বলছেন, আমি তো বারাকপুরেরই ছেলে। কাঁচড়াপাড়ায় আমার জন্ম, হালিশহরে বড় হয়েছি। নৈহাটিতে আমার কলেজ। বারাকপুর, টিটাগড়, শ্যামনগর সমস্ত এলাকার অলিগলি আমি চিনি। মানুষকে চিনি। আমার খুব প্রিয় জায়গা।"
advertisement
তিনি বলছেন, "আমি একজন প্রার্থী। আমায় তারকা হিসেবে দেখবেন না। তারকা হিসেবে নিজেকে ভাবলে রাস্তায় নেমে কাজ করতে পারব না। আমায় একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এবং আমি সেটি গ্রহণ করলাম। "
advertisement
এছাড়াও তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি জিতবেন বলেও আত্মবিশ্বাসী। অন্যদিকে কাঞ্চন মল্লিকও আশাবাদী যে তিনি মানুষের হয়ে কাজ করতে পারবেন। অভিনেতার দাবি, তিনি মানুষের সঙ্গে সহজেই মিশতে পারেন। উত্তরপাড়ায় তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন কাঞ্চন মল্লিক। তিনি বলছেন, "দিদির দূত হিসেবে কাজ করছি। মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করব।"
কাঞ্চন জানাচ্ছেন, তাঁর প্রথম কাজ জনতা এক্সপ্রেস। যেখানে বিভিন্ন পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তাঁকে কথা বলতে হতো। তাই মানুষের মধ্যে থেকে কাজ করায় তাঁর কোনও অসুবিধা হবে না। তিনি আরও বলছেন, "কমন রুম বলে একটি শো করতাম কলেজে কলেজে ঘুরে যুব ছাত্রদের সঙ্গে। আমি তাই মানুষের সঙ্গে ছিলাম। মানুষের পাশে থেকে কাজ করতে জানি।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2021 5:23 PM IST