নতুন বরকে চোখে হারাচ্ছেন, দেখুন সৃজিতকে কীভাবে কাছে ডাকলেন মিথিলা

Last Updated:

‘আই লভ ইউ’ কথাটা বলতে হবে, তবে এই তিনটি শব্দ ব্যবহার না করে ৷ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন মিথিলাও ৷

#কলকাতা: সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন তাঁরা ৷ আইনি পদ্ধতি ছোটখাট এক ঘরোয়া অনুষ্টানের মধ্যে দিয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রশিদ মিথিলা ৷ বিয়ের পরেই তাঁরা পাড়ি দিয়েছিলেন স্যুইৎজারল্যান্ডে ৷ হনিমুন পর্ব শেষে আবার ফিরে গিয়েছেন যে যাঁর কর্মক্ষেত্রে ৷
আর সেই কারণেই নতুন বরকে মিস করছেন নববধূ মিথিলা ৷ এই মুহূর্তে দম্পতি রয়েছেন দুই দেশে ৷ সৃজিত ব্যস্ত তাঁর ছবির কাজ নিয়ে ৷ মিথিলা বর্তমানে বাংলাদেশে ৷ ফলে সৃজিতের জন্য প্রচণ্ডই মন কেমন করছে মিথিলির ৷ ফলে স্বামীকে ঢাকায় যাওয়ার নেমন্তন্ন করলেন নায়িকা ৷ তবে সেই কাছে ডাকার ধরণ একটু অন্য রকমের ৷
advertisement
আসলে কয়েকদিন ধরেই ট্যুইটারে একটি নতুন ট্রেন্ডের আমদানি হয়েছে ৷ ‘আই লভ ইউ’ কথাটা বলতে হবে, তবে এই তিনটি শব্দ ব্যবহার না করে ৷ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন মিথিলাও ৷ তাই ‘আই লভ ইউ’-র পরিবর্তে সৃজিতকে তিনি লিখলেন, ‘কবে আসবে ঢাকায়?’ সঙ্গে কিসিং ইমোজিও দিয়েছেন মিথিলা ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুন বরকে চোখে হারাচ্ছেন, দেখুন সৃজিতকে কীভাবে কাছে ডাকলেন মিথিলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement