Rajesh Sharma: টলিপাড়ায় নতুন থ্রিলার ছবি স্মেল! ডাবিং শেষে অভিজ্ঞতা জানালেন রাজেশ শর্মা

Last Updated:

সিরিজ হোক কিংবা ফিচার ফিল্ম, এখন থ্রিলরের মরশুম চলছে। এই থ্রিলারের তালিকারয় যুক্ত হল অরুদীপ্ত দাশগুপ্ত পরিচালিত ছবি স্মেল, যার পরতে পরতে রয়েছে রহস্য।

#কলকাতা: সিরিজ হোক কিংবা ফিচার ফিল্ম, এখন থ্রিলরের মরশুম চলছে। এই থ্রিলারের তালিকারয় যুক্ত হল অরুদীপ্ত দাশগুপ্ত পরিচালিত ছবি স্মেল, যার পরতে পরতে রয়েছে রহস্য। ছবিতে অভিনয় করেছেন রাজেশ শর্মা। এর আগেও তাঁকে একাধিক বলিউড ও টলিউড থ্রিলার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। আর তাই তাঁর অভিনয় যে এই ছবিকে সমৃদ্ধ করবে তা বলাই বাহুল্য।
এছাড়াও ছবিতে অভিনয় করছেন অরুদীপ্ত দাশগুপ্ত। ছবিতে নতুন মুখ শায়রী ও অমিতকে দেখা যাবে একেবারে ভিন্ন অবতারে। এই ছবির ডাবিং সারতে শহরে হাজির ছিলেন রাজেশ শর্মা। কলকাতা ও মুম্বই দুই শহরেই তাঁর বাড়ি। লিউড ও টলিউডে সমান ভাবে কাজ করে চলেছেন রাজেশ। 'স্মেল' নিয়ে খুবই আশাবাদী তিনি। নতুনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ বলে জানালেন অভিনেতা। শেষ হয়েছে 'স্মেল'-এর ডাবিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
advertisement
advertisement
পরিচালক অরুদীপ্ত দাশগুপ্তের দাবি, রহস্য টানটান ভাবেই বজায় থাকবে ছবির শেষ পর্যন্ত। এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় দাস। 'স্মেল'-এর গান গেয়েছেন ঐশ্বর্যা ও শুভংকর। আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন সুজয় দে।
Arunima Dey
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajesh Sharma: টলিপাড়ায় নতুন থ্রিলার ছবি স্মেল! ডাবিং শেষে অভিজ্ঞতা জানালেন রাজেশ শর্মা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement