WB Election 2021: 'কলকাতা মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ শহর', মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রাজের

Last Updated:

"আমার শহরের মেয়েরা কাজ থেকে দীর্ঘ রাতে বাড়ি ফিরতে পারে৷ সামাজিক জটিলতা তাদের ঘরবন্দি করে রাখতে পারেনি৷ আর এসবই সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়৷"

#কলকাতা:   ২০১১ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আছেন তিনি। প্রচারেও অংশ নিয়েছেন বহুবার। এতদিন প্ররোক্ষ ভাবে রাজনীতি করার পর এবার প্রত্যক্ষ রাজনীতিতে রাজ চক্রবর্তী (Raj Chakraborty)৷
টলিউডের প্রথম সারির পরিচালক এবার তৃণমূলের থেকে টিকিট পেয়ে ভোটে দাঁড়াচ্ছেন৷ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্ধন্দ্বিতা করবেন ‘পরিণীতা’র পরিচালক। ইতিমধ্যেই ব্যারাকপুরে গিয়ে প্রচারের কাজ শুরুও করে দিয়েছেন রাজ৷ 
সোমবার আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day 2021) উপলক্ষ্যে রাজ নিজের ট্যুইটার থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন৷ মমতার জয়গান গেয়ে তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে পথে নামেন. তিনি নারীর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি বাংলার নিজের মেয়ে এবং ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি নারী-শক্তির প্রতীক। আন্তর্জাতিক নারী দিবসে তাঁকে বাংলার মানুষের তরফ থেকে অভিনন্দন।"
advertisement
advertisement
লিখিত এই বার্তা দেওয়ার পাশাপাশি রাজ বলেন, "আমার শহরের মেয়েরা কাজ থেকে দীর্ঘ রাতে বাড়ি ফিরতে পারে৷ সামাজিক জটিলতা তাদের ঘরবন্দি করে রাখতে পারেনি৷ আর এসবই সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়৷"
advertisement
এখানেই শেষ নয়৷ রাজ  ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) ২০১৯ সালের প্রকাশিত রিপোর্ট তুলে ধরে বলেন যে, "কলকাতা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর" আর এর জন্য তিনি মমতাকে ধন্যবাদ জানান৷ রাজ এও বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ফের একবার মমতাকেই মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান৷"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
WB Election 2021: 'কলকাতা মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ শহর', মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রাজের
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement