প্রচারের কাজ শুরু রাজের! বারাকপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় পরিচালক

Last Updated:

রাজ জানান, তিনি আত্মবিশ্বাসী জেতার জন্য। জানিয়েছিলেন, তাঁর বড় হয়ে ওঠা বারাকপুর অঞ্চলেই। সেখানকার রাস্তা গলি সমস্তই তাঁর চেনা। আর তাই অপেক্ষা না করে প্রচারের কাজও শুরু করে দিয়েছেন তিনি।

#কলকাতা: প্রার্থীদের নাম ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে তৃণমূলের প্রচার। শুক্রবার ২৯১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় রয়েছে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া বহু তারকার নামও। যা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের অন্দরেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এই তারকাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম পরিচালক রাজ চক্রবর্তী।
বারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ। নাম ঘোষণা হওয়ার পরেই রাজ জানান, তিনি আত্মবিশ্বাসী জেতার জন্য। জানিয়েছিলেন, তাঁর বড় হয়ে ওঠা বারাকপুর অঞ্চলেই। সেখানকার রাস্তা গলি সমস্তই তাঁর চেনা। আর তাই অপেক্ষা না করে প্রচারের কাজও শুরু করে দিয়েছেন তিনি।
রবিবার বারাকপুর এনসিসি ক্লাবে পৌঁছে যান রাজ। সঙ্গে ফিরহাদ হাকিমও ছিলেন। সেখানে গিয়েও রাজ বলেন, ছোটবেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই আইডল মানতেন তিনি। ফেসবুকে রাজ একটি ভিডিও শেয়ার করেছেন।
advertisement
advertisement
এনসিসি ক্লাবের সেই ভিডিওয় রাজ বলছেন, "মফস্সল থেকে যারা শহরে যাই তারা জানি কত পরিশ্রম করে এই জায়গাটা অর্জন করতে হয়। কিন্তু ছোট থেকেই একজন আইডল ছিল। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আই রাজনীতির সঙ্গে কোনও দিন জড়িত ছিলাম না। সিপিএমকে পছন্দ করতাম না।"
🙏 Posted by Raj Choco on Sunday, 7 March 2021
advertisement
মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, "তিনি আমাদের সবার অভিভাবকের মতো। শুধু নিজের দল নয়। অন্যদলের মানুষকেও উনি ভালোবাসেন। বিপদে আপদে পাশে দাঁড়ান। আমরা সব সময়ই দিদিকে ভালোবাসতাম বলে দিদির জন্য প্রচার করতাম। কোনওদিন ভাবিনি সরাসরি রাজনীতিতে আসব। কিন্তু যে সময়ে লোভের জন্য দিদিকে ছেড়ে সবাই অন্যদলে চলে যাচ্ছেন, তখন তাঁর পাশে না দাঁড়ানোর চেয়ে খারাপ কিছু হতে পারে না। আমাদের কোনও কিছুর বিনিময়ে কেনা যাবে না।"
advertisement
নাম ঘোষণার পরেই রাজ বলেছিলেন, "আমি একজন প্রার্থী। আমায় তারকা হিসেবে দেখবেন না। তারকা হিসেবে নিজেকে ভাবলে রাস্তায় নেমে কাজ করতে পারব না। আমায় একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এবং আমি সেটি গ্রহণ করলাম। "
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রচারের কাজ শুরু রাজের! বারাকপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় পরিচালক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement