#কলকাতা: রোজ রোজ কি বাড়িতে স্ত্রী রান্না করবেন? কী মনে হয়? মোটেও নয়। এই দেখুন না যেমন স্ত্রী শুভশ্রীর জন্য রান্না করলেন রাজ। পছন্দের ডিশ রান্না করে মুখে তুলে দিলেনর স্ত্রী৷ শুভশ্রীও ভাসালেন প্রসংশায়৷ কথায় বলে কারও মন পেতে গেলে তার হৃদয়ের আগে ছুঁতে হয় তার পেট! অর্থাৎ খাইয়ে সন্তুষ্টু করতে পারলে মন পাওয়া যায় মানুষের৷ সে জন্যই এভাবে বউকে ভালবাসা বোঝাতে রান্না করে খাওয়ালেন রাজ চক্রবর্তী!
আরও পড়ুন রাণু তো ভাইরাল, কিন্তু কোন ব্যক্তির হাত ধরে পরিচয় পেলেন রানাঘাটের ভবঘুরে? চিনুন তাকে...
শুভশ্রী ভীষণ ব্যস্ত। পরিণীতা ছবির রিলিজ সামনেই। এতদিন যে সব ছবিতে দেখা গিয়েছে তাকে, তার থেকে একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে তাকে। ছবি মুক্তি সামনেই। এত তাড়াহুড়োতে ঠিকক করে খাওয়া-দাওয়া হচ্ছে না। তাই তো স্বামী রাজ নিজের হাতে রান্না করে খাওয়ালেন তাকে। তাও আবার শুভশ্রীর প্রিয় ডিশ! রান্নাও করলেন দারুণ।
পরিণীতা ছবিতে দেখা যাবে শুভশ্রী ঋত্বিককে৷ এই ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী নিজেই৷
দেখুন সেই ভিডিওটি...