

রাণু মণ্ডল এখন ভাইরাল৷ রানাঘাটের এই ভবঘুরের এখন দেশজুড়ে খ্যাতি৷ কিন্তু কার জন্য খ্যাতির আলোয়ে এলেন রাণু? চিনুন সেই ব্যক্তিকে৷


এই সেই ব্যক্তি যিনি প্রথম রানাঘাট স্টেশন চত্বরে শুনেছিলেন রাণুর গান৷ তারপর...Photo Courtesy: Facebook


স্টেশনে কতই না ভবঘুরের গান প্রতিদিনই আমাদের কানে ভেসে আসে৷ কিন্তু ক’জন তাদের কথা বা গান মন দিয়ে শুনি আমরা? এই ব্যক্তি শুনেছিলেন৷ তাই তো রাণুর সঙ্গে তিনিও আজ তারকার সম্মান পাচ্ছেন৷Photo Courtesy: Facebook


নাম অতীন্দ্র চক্রবর্তী৷ ইঞ্জিনিয়ার৷ এর সঙ্গে জ্যোতিষ শাস্ত্রে আগ্রহ রয়েছে তার৷ হয়ত ভাগ্য গণনা করেই তিনি বুঝেছিলেন যে রাণুর ভাগ্যের চাকা ঘুরবে!Photo Courtesy: Facebook


আপাতত প্রিয় রাণুদির সব দায়িত্ব নিয়েছেন তিনিই৷ তাই তো মুম্বইয়ে গানের রেকর্ডিং করতে রাণুর সঙ্গে গিয়েছিলেন অতীন্দ্র৷ মুম্বই যাওয়ার পথে বিমানে উঠে ছবি তোলেন তিনি৷ Photo Courtesy: Facebook


সকলের একটাই প্রশ্ন করেন অতীন্দ্রকে যে কীভাবে প্রিয় রাণুদি খুঁজে পেলেন তিনি? Photo Courtesy: Facebook


ইনি রাণু মণ্ডলের মেয়ে৷ নাম সাথী রায়৷ বিবাহসূত্রে তিনি থাকেন সিউড়িতে৷ রাণু প্রতিষ্ঠিত হওয়ার আগে তাঁর সঙ্গে দেখা হত না মেয়ের৷ কিন্তু নিয়মিত টাকা পাঠানো হত বলেই জানিয়েছেন তিনি৷ তবে বারবার প্রশ্ন উঠেছে যে কেন এর আগে মায়ের সঙ্গে যোগাযোগ করেননি তিনি? এখন মায়ের সুনামের পরই তিনি এসেছেন৷ Photo Courtesy: Facebook