Prosenjit Chatterjee: এনা সাহার প্রযোজিত ছবিতে ডাক্তারের চরিত্রে বুম্বাদা! পরিচালনায় পাভেল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Prosenjit Chatterjee: পাভেলের (Pavel) পরিচালনায় প্রথম অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিতে রয়েছেন ঋদ্ধি সেন ও এনা সাহা।
#কলকাতা: পাভেলের (Pavel) পরিচালনায় প্রথম অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ছবিতে রয়েছেন ঋদ্ধি সেন (Riddhi Sen) ও এনা সাহা (Ena Saha)। ছবির নাম 'ডাক্তার কাকু'। এনা সাহার প্রযোজনা সংস্থা তৈরি করছে এই ছবি। ছবির কাজ বেশ কিছুদিন আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে কাজ শুরু হয়নি। অবশেষে শুরু হচ্ছে ডাক্তার কাকু-র কাজ।
এই ছবি নিয়ে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) বললেন, 'পাভেলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তবে আমি ওর সব ছবি দেখেছি। খুব সুন্দর ছবি বানায়। ছবিটা গত বছরই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রভাবে, নানা সময়ে শ্যুটিং শিডিউল করেও আমরা ছবিটা করে উঠতে পারিনি। আশা রাখি তাড়াতাড়ি ছবির শ্যুটিং শুরু হবে। মূল গল্প বলবো না। একটা জিনিস বলতে পারি। ডাক্তারদের নিয়ে গোটা পৃথিবীতেই চর্চা হয়। সময় বিশেষ ভাল, খারাপ দু রকম কথাই বলা হয়। কিন্তু গত দু বছরে আমরা দেখেছি, ঈশ্বরকে ডাকার মতো আমরা ডাক্তারকে ডেকেছি। ডাক্তার, নার্স তাঁদের জীবন বিপন্ন করে, নিজেদের পরিবারের কথা না ভেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। গোটা পৃথিবীতে একই ঘটনা দেখেছি আমরা।'
advertisement
অভিনেতা আরো বললেন, 'ডাক্তার যে শুধু চিকিৎসা করেন, তা তো নয়। ভালোবাসা দিয়ে রোগীদের সরিয়ে তোলেন। খুব যত্ন নিয়ে পাভেল এরকম একটা চরিত্র লিখেছে। আমার খুব ভালো লেগেছে। একজন চিকিৎসকের মনের অবস্থা তুলে ধরার জন্য এটা আদর্শ সময়।'
advertisement
এনার প্রযোজনাতেও প্রথম ছবি করলেন প্রসেনজিৎ। তাঁর কথায়, 'এনা একটা বাচ্চা মেয়ে। কিন্তু ইতিমধ্যেই দুটো ছবির প্রযোজনা করেছে। নতুন প্রোডাকশন হাউজ আসুক, ইন্ডাস্ট্রি বড় হোক, এটা চাইবো।' বুম্বাদার ছেলের চরিত্রে দেখা যাবে ঋদ্ধি সেনকে। ঋদ্ধির সঙ্গে কাজ করার ব্যাপারে অভিনেতা বললেন, 'এই ছবিতে এমন একজন আছে, যাকে আমি বড় হতে দেখেছি, ঋদ্ধি। ও আমার ছেলের চরিত্রটা করছে। খুব গুণী অভিনেতা, জাতীয় পুরস্কার পেয়েছে। ওর সঙ্গে অভিনয় করা কঠিন হবে।'
advertisement
বুম্বাদার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আপ্লুত ঋদ্ধি। তিনি জানালেন, 'বুম্বা কাকুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবো এটা আমার সৌভাগ্য। আমার বহু দিনের ইচ্ছে পূর্ণ হলো।' পাভেলের কথায়, 'ডাক্তার কাকু'-র মাধ্যমে আমি সমস্ত ডাক্তারদের ট্রিবিউট দিতে চাই। অনেকের মতে, চিকিৎসা ব্যবস্থা এখন ব্যবসায় পরিণত হয়েছে। ভালো, মন্দ দুই দিকটাই তুলে ধরবো। বুম্বাদার সঙ্গে এটা প্রথম কাজ। আমাকে ভালোবেসে তিনি আমার 'অসূর' ছবির টিজারের ভয়েস ওভার করে দিয়েছিলেন। বুম্বাদার সঙ্গে কাজ করতে গেলে ডাক্তার কাকু-র মতো একটা গল্প লাগে।'
advertisement
Arunima Dey
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2021 3:20 PM IST