Prosenjit Chatterjee: জ্যোতি বসু ও দেবশ্রীকে ছবি থেকে কেটে বাদ কেন? ট্রোলিং এর কড়া জবাব দিলেন প্রসেনজিৎ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Prosenjit Chatterjee: মাদার টেরেসার ১১১ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানান প্রসেনজিৎ। সেই পোস্টে পুরোনো একটি ছবি শেয়ার করেছিলেন বুম্বাদা।
#কলকাতা: বৃহস্পতিবার মাদার টেরেসাকে জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে ট্রোলড হন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সাধারণত ট্রোলিংকে গুরুত্ব না দিলেও এবার পাল্টা জবাব দিলেন অভিনেতাও। মাদার টেরেসার ১১১ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানান প্রসেনজিৎ। সেই পোস্টে পুরোনো একটি ছবি শেয়ার করেছিলেন বুম্বাদা। আর সেখান থেকেই বিতর্কের শুরু।
কারণ নেটিজেনরা দাবি করতে থাকেন, এই ছবি আসলে ক্রপ করা। পুরো ছবিটি এর পর নেটিজেনরাই পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, মাদার টেরেসার পাশে বসে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও। আর প্রসেনজিতের পাশে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়ও। কেন গোটা ছবিটি দিলেন না এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন ও ট্রোল করেন। অনেকে দাবি করেন, সেই সময়ে জ্যোতি বসুর সঙ্গে তাঁর যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। কিন্তু বর্তমানে তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে, তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি তিনি কেটে বাদ দিয়ে দিয়েছেন। সেই অভিযোগেরই পাল্টা জবাব দিলেন প্রসেনজিৎ।
advertisement
প্রসেনজিৎ তাঁর পোস্টে লিখছেন, "আমি সাধারণত সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর বিরুদ্ধে কোনও উত্তর দিই না। কিন্তু এইবার প্রয়োজন মনে হল কারণ এই ছবিতে যাঁরা রয়েছেন তাঁদের জন্য আমার অপার শ্রদ্ধা রয়েছে। প্রথমত আমি ছবিটি ক্রপ করিনি। আমায় বহুদিন আগে এই ছবিটি একজন পাঠিয়েছিলেন। ভাবলাম মাদার টেরেসার জন্মবার্ষিকী উপলক্ষে সেই ছবি পোস্ট করি।"
advertisement
advertisement
#Important pic.twitter.com/7ZKprf0D5b
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) August 28, 2021
বুম্বাদা আরও লিখছেন, "দ্বিতীয়ত মাদার টেরেসাকে শ্রদ্ধা জানানো ছাড়া এই ছবি পোস্ট করার আর কোনও উদ্দেশ্য ছিল না। তাছাড়া আমি বিশ্বাস করি, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি শেয়ার করার অর্থ এটা নয় যে, সেই দলকে আমি পছন্দ অথবা অপছন্দ করি। আর তাই আপনাদের পোস্ট করা গোটা ছবিটাই আমি জুড়ে দিলাম আমার পোস্টের সঙ্গে। আমাদের বিশ্ব খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দয়া ছড়িয়ে দিন, ঘৃণা নয়।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2021 2:56 PM IST