‘জয়ের পর একটু বিনয়ী হন’, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে গর্জে উঠলেন সৃজিত-আবীররা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ব্যালট বক্সে সবুজ ঝড় ওঠার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা (Bengal Post Poll Violence) । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন সৃজিত-আবীর-ঐশীরা ।
#কলকাতা: সদ্যই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Results 2021) ফলাফল বেরিয়েছে । নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে তিন বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল । এ বার লড়াই ছিল হাড্ডাহাড্ডি । বিজেপি (BJP) কোমর বেঁধে নেমেছিল বাংলায় তাদের অধিকার সুপ্রিতিষ্ঠিত করতে । কিন্তু আশাতীত জয় নিয়ে তিন বারের জন্য রাজ্যে ফের আসতে চলেছে তৃণমূল । ২১৪টি আসন সুনিশ্চিত করেছে ঘাসফুল (TMC)। অন্যদিকে ৭৬-এ আটকে গিয়েছে পদ্ম ।
ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই জেলায় জেলায় তৃণমূলের কর্মী সমর্থকরা বিজয় উৎসব শুরু করে দিয়েছেন । যদিও এই করোনা পরিস্থিতি সমস্ত রকম বিজয় উৎসব, মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । কিন্তু কে শোনে কার কথা । এখানেই শেষ নয়, ব্যালট বক্সে সবুজ ঝড় ওঠার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা । কোথাও পার্টি অফিস ভাঙচুর, কোথাও বিজেপি বা সিপিএম-এর কর্মীদের মারধর, খুন, অত্যাচার । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) অভিযোগ করেন, ইতিমধ্যেই ৬ জন বিজেপি কর্মী খুন হয়েছেন গোটা রাজ্যে । সোমবার স্বারাষ্ট্র মন্ত্রক ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ।
advertisement
আর এ বিষয় নিয়েই সরব হয়েছেন টলিউডের তারকারা । মুখ খুলেছেন বামনেত্রী ঐশী ঘোষ (Aishe Ghosh)-ও । ট্যুইট করে আবীর চট্টোপাধ্যায় (Avir Chatterjee) লিখেছেন, ‘‘জয়ের পর একটু বিনয়ী হন...প্লিজ...এটা আমার অনুরোধ। এখন শুধু আমাদের একটাই লড়াই, সেটা মারণ ভাইরাসের সঙ্গে ।’’
advertisement
"Be humble in victory..." please. It's a request.
The only fight we should concentrate on right now is the fight against the deadly virus. — Abir Chatterjee (@itsmeabir) May 3, 2021
advertisement
অন্যদিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)-ও একটি ট্যুইট করেছেন এই রাজনৈতিক হিংসার তীব্র প্রতিবাদ করে । তিনি লিখেছেন, ‘‘সিপিএম পার্টি অফিসে ভাঙচুর হচ্ছে। করোনা যোদ্ধা হিসাবে যে রেড ভলেন্টিয়ার্সরা অক্লান্তভাবে কাজ করছেন, তাঁরা আক্রান্ত । বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, খুন কার হচ্ছে । এটা কী ধরনের বিজয় উৎসব পালন! তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।’’
advertisement
CPM party office torched. Red Volunteers working tirelessly as Covid warriors, attacked. BJP workers assaulted, molested and killed. What kind of 'victory celebration' is this? Strongly condemn!!! #StopPostPollViolence
— Srijit Mukherji (@srijitspeaketh) May 3, 2021
অন্যদিকে বাম নেত্রী ঐশী ঘোষও এই হিংসার তীব্র নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়ায় । বিধানসভা ভোটে জামুরিয়া কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি । ট্যুইটারে চারটি ছবি শেয়ার করে জেএনইউ-র প্রাক্তনী লিখেছেন,
advertisement
TMC should atleast respect people's mandate, which was given to you for working for the people of Bengal, not for unleashing violence on our people. Your party cadres are unleashing violence, attacking houses, party offices. This won't be tolerated at any cost. pic.twitter.com/Az3Ck4CRmg
— Aishe (ঐশী) (@aishe_ghosh) May 3, 2021
advertisement
‘‘তৃণমূলের অন্তত মানুষের রায়কে সম্মান জানানো উচিত । যা আপনাদের মানুষের সেবার জন্য পুনরায় নির্বাচিত করেছে, এই হিংসা ছড়ানোর জন্য নয় । আপনাদের পার্টি কর্মীরা অ্যের বাড়ি ভেঙে দিচ্ছে, পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে। কোনও মূল্যেই এটাকে বরদাস্ত করা হবে না ।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2021 11:04 AM IST