আগামিকাল ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত হতে চলেছে "চিরন্তন ঋতু"

Last Updated:

অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এস.পি.সি ক্রাফ্টের নিজস্ব ফেসবুক পেজ থেকে। ঋতুপর্ণ ঘোষের লেখার কিছু অংশ, তাঁর সিনেমার কিছু গান এবং মূলত স্মৃতিচারণের কথনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে "চিরন্তন ঋতু" এই অনুষ্ঠানে।

#কলকাতা: ৩০ মে প্রবাদপ্রতীম চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষ চিরবিদায় জানান ভারতীয় শিল্পের আঙিনা থেকে। ভারতীয় সিনেমার এক অমূল্য রত্ন ছিলেন তিনি । একাধারে টলিউডের ছবিতে এক অন্য নতুন যুগ তৈরি করেছিলেন, তাঁর জীবনাদর্শ এবং কর্মকান্ডকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এস.পি.সি ক্রাফ্ট (কলকাতার প্রথম ইন্টারডিসিপ্লিনারি আর্টস কালেকটিভ) আগামী ৩০ অর্থাৎ রবিবার রাত ৯টায় একটি ডিজিটাল অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এস.পি.সি ক্রাফ্টের নিজস্ব ফেসবুক পেজ থেকে। ঋতুপর্ণ ঘোষের লেখার কিছু অংশ, তাঁর সিনেমার কিছু গান এবং মূলত স্মৃতিচারণের কথনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে "চিরন্তন ঋতু" এই অনুষ্ঠানে। অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত , সুরকার; আবহ নির্মাতা দেবজ্যোতি মিশ্র, অভিনেতা সুমন্ত্র মুখোপাধ্যায়, গায়িকা শুভমিতা মুখোপাধ্যায় এবং গায়ক রূপঙ্কর বাগচীর স্মৃতিকথনে শুনতে পাওয়া যাবে তাঁদের সঙ্গে ঋতুপর্ণের  কাজের অভিজ্ঞতার সেই স্মৃতিকথা।
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই ভাবনা এবং তাঁর মতে, "এই সম্মাননা সেই মানুষটিকে যিনি সিনেমা এই মাধ্যমটিকে বিস্মিত ভাবে প্রকাশ করেছেন দর্শকের সামনে, বিমুক্তভাবে ভাবতে শিখিয়েছেন । শুধু তাই নয়, তাঁর কলম যেন বক্সঅফিসে নতুন নিয়মাবিধি প্রদর্শিত করেছে এবং অবশ্যই সমলিঙ্গের ঊর্ধ্বে গিয়েও সমমনস্ক হতে শিখিয়ে গিয়েছেন ঋতুপর্ণ"।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আগামিকাল ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত হতে চলেছে "চিরন্তন ঋতু"
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement