বাড়িতে বসেই ভিডিও কনফারেন্সে জরুরি মিটিং সারলেন সাংসদ-অভিনেত্রী নুসরত !

Last Updated:

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই কনফারেন্সের ভিডিও শেয়ার করে সকলকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী।

#কলকাতা: নুসরত শুধু সাংসদ নন একজন অভিনেত্রীও। টলিউডের নাম করা শিল্পীদের মধ্যে তিনি একজন। তাই বলে তিনি যে দায়িত্ব নিয়েছেন তা পালন করবেন না, এমনটা নয়। দেশজুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের মোকাবিলার জন্য মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। সেই নিয়ম মেনেই অভিনেত্রী সাংসদ ঘর থেকেই সামলাচ্ছেন সমস্ত কাজ।
দেশের সব কিছুই এখন চলছে ভিডিও কনফারেন্সের সাহায্যে। সে বাড়িতে কাজ হোক বা মন্ত্রীসভার মিটিং। সবটাই হচ্ছে ভিডিও কনফারেন্সে। এবার এই পথে হাঁটলেন অভিনেত্রী নুসরত। বাড়ি থেকেই সারলেন জরুরি মিটিং।
ভিডিও কনফারেন্স করে তিনি কথা বললেন, বসিরহাট স্পেশ্যালিটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। খতিয়ে দেখলেন তাঁদের কাজ। কথা বললেন, এসডিও-র সঙ্গে। মিটিংয়ে ছিলেন আরও অনেকেই। নুসরত তাঁদের সঙ্গে জরুরি কথার সঙ্গে ইফতারে কি করতে হবে তাও বললেন। এক সঙ্গে অনেক মানুষের জমায়েত করতে বারণ করলেন। করোনার জন্য সকলকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করতেন বললেন। যাঁদের বাইরে না গেলেই নয়, তাঁদেরকেও সাবধানতা মানতে বললেন।
advertisement
advertisement
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই কনফারেন্সের ভিডিও শেয়ার করে সকলকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী। কয়েকদিন আগেই নুসরত তাঁর শরীরচর্চার ভিডিও টিকটকে আপলোড করেছিলেন। তার জন্য সমালোচিত হতে হয় তাঁকে। তবে শুধু যে টিকটক ভিডিওই তিনি করছেন না বাড়িতে থেকে তা প্রমাণ করলেন অভিনেত্রী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাড়িতে বসেই ভিডিও কনফারেন্সে জরুরি মিটিং সারলেন সাংসদ-অভিনেত্রী নুসরত !
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement