Nusrat Jahan In Hot Look: স্পোর্টস ব্রা-তে ফেটে পড়ছে গ্লো! 'তবু আগের মতোই ভালোবাসবে তো?' প্রশ্ন নুসরত জাহানের!

Last Updated:

Nusrat Jahan In Hot Look: কালো রঙা স্পোর্টস ব্রাতে সদ্যই নিজের চাবুক ফিগার তুলে ধরেছিলেন নুসরত জাহান। ওয়ার্ক আউট শেষের গ্লো ঝরে পড়ছে নায়িকার চোখে মুখে।

কী বার্তা দিলেন নুসরত জাহান?
কী বার্তা দিলেন নুসরত জাহান?
#কলকাতা: কখনও তিনি কাশ্মীরে, কখনও কলকাতায়। অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan In Hot Look) আজকাল খুঁজে পাওয়ায় ভার। ছেলে ঈশানের বয়স মাত্র ২ মাস। কিন্তু তা সত্বেও পুরোদমে কাজে ফিরেছেন নুসরত জাহান  (Nusrat Jahan)। এমনকি ছেলেকে দিন কয়েকের জন্য কলকাতায় রেখে কাশ্মীরে শ্যুটিংয়েও গিয়েছিলেন অভিনেত্রী (Nusrat Jahan)। সঙ্গী অবশ্যই ছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।
অবশ্য প্রথমবার মা হলেও সন্তান নিয়ে প্রথম থেকেই সাহসী ও আত্মবিশ্বাসী এই অভিনেত্রী (Nusrat Jahan In Hot Look) । সন্তান প্রসবের দু-সপ্তাহের মধ্যেই একটি স্যালোঁর লঞ্চে হাজির হয়েছিলেন নুসরত। যা দেখে হতভম্ব হয়েছিল সকলেই। প্রশংসা যেমন হয়েছে। হয়েছে ট্রোলিং-ও। নুসরত জাহান অবশ্য ভ্রুক্ষেপ করেননি সে সবে।
advertisement
এবার তাকে পাওয়া গেল জিমেও। এমনিতে খুব বেশি বেবি ফ্যাট নুসরতের গায়ে লাগেনি। তবে নিজেকে আগের মতোই তন্বী করে তুলতে কোনও খামতি রাখছেন না নুসরত (Nusrat Jahan In Hot Look) । চিকিত্সকদের পরামর্শ মেনেই জিম করছেন পুরোদমে।
advertisement
কালো রঙা স্পোর্টস ব্রা-তে নিজের চাবুক ফিগার তুলে ধরেছিলেন নুসরত জাহান (Nusrat Jahan In Hot Look) । ওয়ার্ক আউট শেষের গ্লো ঝরে পড়ছে নায়িকার চোখে মুখে। আর বুধবার জিম করবার ফাঁকে রিল ভিডিয়োই বানিয়ে ফেললেন অভিনেত্রী। এদিন আর সিটি ও অ্যাডাম লিভাইনের ‘লকড অ্যাওয়ে’ গানে রিল ভিডিয়ো বানালেন নুসরত (Nusrat Jahan)। গানে গানেই নায়িকার প্রশ্ন, আমি যদি নিজের খামতিগুলো মেলে ধরি, যদি আমি মনের জোর ধরে রাখতে না পারি, সত্যি বলো তাহলেও কি আমাকে আগের মতোই ভালোবাসবে?'
advertisement
View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

advertisement
তবে কার উদ্দেশে এই বার্তা নুসরতের? ইনস্টা ফলোয়ারদের জন্য নাকি ঈশানের ড্যাডের জন্য? তা স্পষ্ট করেননি নায়িকা। আর নুসরতের এই ভিডিও চিত্র দেখে 'মরি মরি যাই' বলছেন পুরুষ ভক্তরা।
প্রযোজক এনা সাহার নতুন ছবিতে তিন নম্বর বার জুটি বাঁধছেন যশরত, আর সেই ছবিরও গানেরই যশ-নুসরত শ্যুটিং সেরে এলেন কাশ্মীরে। কলকাতায় ফিরেই ‘জয় কালী কলকত্তাবালী’র শ্যুটিংয়ে যোগ দিয়েছেন নুসরত। নায়িকার কথায়, অভিনয় কেরিয়ার, সাংসদীয় দায়িত্ব এবং ঈশানের মায়ের ভূমিকা পালন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে তাঁকে ঠিকই, তবে ‘কর্মই ধর্ম’ এটা মনেপ্রাণে বিশ্বাস করেন তিনি।
advertisement
দিনের অর্ধেকটা সময় সন্তানের জন্য, এবং বাকি সময়টা কাজের জন্য তুলে রাখছেন। ঈশানের মায়ের  (Nusrat Jahan) ভূমিকা প্রতি মুহূর্তে এনজয় করছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আগের থেকে কাজে এলে একটা জিনিস পালটেছে, এখন প্যাক-আপ করে বাড়ি ফেরবার তাড়া সঙ্গে থাকে। আসলে ঈশান যত না আমার জন্য অপেক্ষা করে, আমি তার চেয়ে বেশি উদগ্রীব থাকি ওকে কোলে নেওয়ার জন্য’। সবমিলিয়ে সংসার-সন্তান-শুটিং সব নিয়েই নিজের আনন্দে দিন কাটাচ্ছেন টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী  (Nusrat Jahan)।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan In Hot Look: স্পোর্টস ব্রা-তে ফেটে পড়ছে গ্লো! 'তবু আগের মতোই ভালোবাসবে তো?' প্রশ্ন নুসরত জাহানের!
Next Article
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE