Nusrat-Nikhil: 'বিয়ে হয়নি, তাই বিবাহবিচ্ছেদের প্রশ্ন নেই,' নুসরতের বক্তব্যের পাল্টা মুখ খুললেন নিখিল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বুধবার যে বিবৃতি প্রকাশ করেন নুসরত (Nusrat Jahan statement), তাতে আগাগোড়া তিনি নিখিলের (Nikhil-Nusrat) প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ যদিও কোথাও নিখিলের নাম নেননি তিনি, পুরোটাই ভাববাচ্য বলা হয়েছে৷
#কলকাতা: নিখিল জৈন-নুসরত জাহান (Nikhil Jain-Nusrat Jahan) সম্পর্ক নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে৷ বুধবার নিজের একটি বিবৃতি প্রকাশ করে কার্যত বোমা ফাটালেন অভিনেত্রী সাংসদ (Actress MP Nusrat Jahan) ৷ তিনি জানিয়ে দেন যে, তাঁর ও নিখিলের বিয়েটাই হয়নি (Nikhil-Nusrat Marriage) ৷ তুরস্ককে জাঁকজমক করে যে অনুষ্ঠান হয়েছিল সেটি তুরস্কের বিয়ের নিয়ম মেনে হয়৷ তার সঙ্গে ভারতীয় আইনের কোনও সম্পর্ক নেই৷ ফলে তাঁদের বিয়ে বৈধ নয়৷ এটি লিভ-ইন রিলেশন বা সহবাস বলে ব্যাখ্যা করা যায়, বলছেন নুসরত (Nusrat Live In relationship)৷ তাই এই সম্পর্কে কোনও আইনি বিচ্ছেদও প্রয়োজন নেই৷ প্রসঙ্গত কয়েক মাস আগেই নুসরতের সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়ে নিখিলের৷ একসঙ্গে থাকছিলেন না দু’জনে৷ এবং সেই সময়ই আদালতে দেওয়ানি মামলা করেন নিখিল৷ যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই নুসরতের বিবৃতি নিয়ে সেখানেই যা বক্তব্য রাখার রাখবেন বলে জানান তিনি৷
এর আগেই নিখিল জানিয়েছিলেন যে, তিনি নুসরতের সঙ্গে থাকতে চান না৷ যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, তাই অ্যানালমেন্ট (Nusrat Nikhil Annulment) করে দু’জনে আলাদা হতে চান৷ গত বছর (২০২০) নভেম্বর থেকে আলাদা থাকছেন নিখিল-নুসরত (Nikhil-Nusrat separation) ৷
advertisement
advertisement
advertisement
এদিকে বুধবার যে বিবৃতি প্রকাশ করেন নুসরত, তাতে আগাগোড়া তিনি নিখিলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ যদিও কোথাও নিখিলের নাম নেননি তিনি, পুরোটাই ভাববাচ্য বলা হয়েছে৷ সেখানে তাঁর টাকা অন্যায়ভাবে ব্যবহারের পাশাপাশি তাঁর সম্পত্তি অনৈতিকভাবে আটকে রাখার কথাও উল্লেখ করেন নুসরত জাহান৷ এবং তিনি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে বিয়েটাই হয়নি সেখানে বিচ্ছেদের কিসের৷ একই সঙ্গে তিনি বলেন যে তিনি কোথায় যাবেন, কী করবেন সেটাও তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়, কেউ প্রশ্ন করতে পারেন না৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2021 3:56 PM IST