Neel-Trina: শ্যুটিং ফেলে হঠাৎই শহর থেকে উধাও হয়ে গেলেন নীল-তৃণা! ব্যাপারটা কী?

Last Updated:

দু’জনেই শ্যুটিং নিয়ে বড়ই ব্যস্ত । রাতদিন এক করে চলছে ধারাবাহিকের কাজ । কিন্তু তার মধ্যেও শহর থেকে বেপাত্তা হয়ে গেলেন নীল-তৃণা (Neel-Trina)

#কলকাতা : টেলি-টলি জগতে এই মুহূর্তের অন্যতম সেরা জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)। প্রেমিক যুগল থেকে দম্পতি হয়েছেন গত ফেব্রুয়ারিতে। একেবারে দিন-ক্ষণ দেখে প্রেম দিবসেই রাজকীয় রিসেপশন পার্টি রেখেছিলেন 'তৃনীল' (TriNeel)। রাজকীয় রিসেপশন হয়েছিল বিয়ের প্রায় ১০ দিন পরে। কাজের চাপ সামলে হনিমুনে যেতে যেতে আরও প্রায় মাস দুয়েক । এপ্রিল মাসে বন্ধুবান্ধবের সঙ্গে দল বেঁধে পাহাড় ভ্রমণে বেড়িয়েছিলেন টলিপাড়ার অন্যতম হ্যাপেনিং কাপল । তারপর কলকাতায় ফিরে এসে ফের নিজেদের কাজে মন দিয়েছিলেন ।
advertisement
advertisement
বর্তমানে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে নিখিলের চরিত্রে চুটিয়ে অভিনয় করছেন নীল । আর অন্যদিকে, ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণা এখন সকলের প্রিয় ‘গুণগুণ’ । দু’জনেই শ্যুটিং নিয়ে বড়ই ব্যস্ত । রাতদিন এক করে চলছে ধারাবাহিকের কাজ । কিন্তু তার মধ্যেও মাঝেমধ্যেই মনটা আমাদের ব্যস্ত জীবন থেকে ছুটে পালাতে চায় । তাই শত ব্যস্ততার মধ্যেও পরিচিত গণ্ডী ছেড়ে পাড়ি জামানো যায় অন্য কোনও অচেনা জগতে ।
advertisement
advertisement
তাই কাজের ফাঁকে নীল-তৃণাও পাড়ি দিয়েছেন গোয়ায় । করোনার বিধিনিষেধ একটু আলগা হতেই এখন অনেক ট্যুরিস্ট স্পটই খুলে গিয়েছে । ভ্যাকসিনের সার্টিফিকেট থাকলে আর কোনও নিষেধ নেই । আর এই বর্ষায় সমুদ্র রানি গোয়ার সৌন্দর্য্য তো ভাষায় প্রকাশ করা যায় না । বন্ধু-বান্ধবদের সঙ্গে তাই ছুটি কাটাতে গোয়ার সৈকতে উড়ে গেলেন দু’জনে । আর সেখান থেকে একের পর এক ছবি আর ভিডিও উপহার পাঠালেন ফ্যানদের জন্য ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel-Trina: শ্যুটিং ফেলে হঠাৎই শহর থেকে উধাও হয়ে গেলেন নীল-তৃণা! ব্যাপারটা কী?
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement