Nusrat Jahan: কোভিড আক্রান্তদের পাশে এ বার নুসরত, ‘সেফ হোম’ চালু করলেন সাংসদ

Last Updated:

করোনা মোকাবিলায় বসিরহাটের মানুষদের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন নুসরত জাহান Nusrat Jahan) ।

#কলকাতা: একাধারে তিনি বড় পর্দার নায়িকা, তিনি জনপ্রিয়, তিনি ইয়ুথ আইকন, তিনি ফ্যাশনিস্তা, বক্স অফিসে ঝড় তোলেন তিনি, আবার সেই তিনিই মানুষের হয়ে কথা বলেন, বিপদে দাঁড়ান দুঃস্থ মানুষের পাশে । তিনি টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরত জাহান (Nusrat Jahan) । বসিরহাট লোকসভার তৃণমূলের তারকা সাংসদ তিনি ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশের তথা রাজ্যের পরিস্থিতি ভয়াবহ । ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিকাঠামো । হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, অক্সিজেন পাচ্ছেন না অনেকে, পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা । অনেকেই আবার করোনা আক্রান্ত হয়ে গৃহবন্দী । রাজ্যের এই দুর্দিনে নিজের কেন্দ্রের মানুষদের পাশে দাঁড়ালেন নুসরত । ভোট প্রচার এবং ভোট পরবর্তী সময়ে একাধিকবার তাঁকে নিয়ে ট্রোল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় । কখনও অভিনেতা যশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে, কখনও বা ভোটের প্রচারে তাঁর বিতর্কিত মন্তব্য-সহ একটি ভাইরাল ভিডিও নিযে । আবার কোভিডের বাড়বাড়ন্তের সময় অনেকেই তাঁকে কটাক্ষ করেছিলেন, আক্রান্তদের সাহায্যার্থে তাঁর সক্রিয়তার অভাব দেখে ।
advertisement
advertisement
কিন্তু নিজের দায়িত্ব কখনওই ভোলেননি তারকা-সাংসদ । করোনা মোকাবিলায় বসিরহাটের মানুষদের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি । শনিবার চালু করলেন ‘সেফ হোম’ ও ‘কম্যুনিটি কিচেন’ । বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজেই খোলা হয়েছে এই সেফ হোম। যাঁরাা করোনা আক্রান্ত হয়ে পরিবারের থেকে আলাদা হয়ে নিভৃতবাসে থাকতে চান তাঁদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে । এই হোমে থাকতে কোনও টাকাপয়সা লাগবে না । রোগীদের নিত্যপ্রয়োজনীয় ব্রাশ-টুথপেস্ট, সাবান-এর মতো একাধিক জিনিস দেওয়া হবে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী ।
advertisement
এর সঙ্গে সঙ্গেই থাকছে ‘কম্যুনিটি কিচেন’ও । যাঁরা করোনা আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন, যাঁরা বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না বা দুর্বলতার কারণে রান্না করে খেতে পারছেন না, তাঁদের জন্য এই কিচেন চালু করা হয়েছে । সোশ্যাল মিডিয়ায় একটি ফোন নম্বরও দিয়েছেন নুসরত । সেই হেল্পলাইনে ফোন করলে যাবতীয় বিষয়ে সাহায্য পাওয়া যাবে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan: কোভিড আক্রান্তদের পাশে এ বার নুসরত, ‘সেফ হোম’ চালু করলেন সাংসদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement