সাতসকালে অন্যের বাড়ির সিঁড়িতে বসে কী করছিলেন রাজ-শুভশ্রী ?

Last Updated:
#কলকাতা: মেয়েটির দুই বিনুনিতে লাল ফিতে, পরনে সাধারণ ফুলছাপ ফ্রক, পায়ে মল, স্যান্ডেল, ঠোঁটে অনাবিল হাসি । পাশে বসা ছেলেটি সাদা গেঞ্জি, থ্রি-কোয়ার্টারে, কাঁধে সোয়েট টাওয়েল, চোখে সানগ্লাস, ঘাড়ের পিছনে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে... ঠিক এ ভাবেই সিঁড়িতে পাশাপাশি বসে থাকা অবস্থায় ফ্রেমবন্দি হলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়! কিন্তু সাত সকালে, এরকম বেশে সিঁড়িতে বসে কী করছেন রাজ-শুভশ্রী ?
চলছিল রাজ চক্রবর্তী প্রোডাকশনের আগামী ছবি ‘পরিণীতা’র শুটিং! কাজের ফাঁকে কপোত-কপোতির খোশগল্প... লোকেশনে তোলা 'মিষ্টি' ছবিটা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রীই।
fwgwgr
advertisement
গতবছর টলিটাউন ঝলমলিয়ে উঠেছিল রাজ-শুভশ্রীর 'গালা' বিয়েতে! এরপর রাজ পরিচলনায় ফিরলেও সংসারেই মন রয়েছিল শুভশ্রীর! চুটিয়ে 'রাজ পরিবার' সামলাচ্ছিলেন! কিন্তু হালে বোধহয় 'লাইট, ক্যামেরা, অ্যাকশন'-কে বড্ড বেশি হারাচ্ছেন নায়িকা! ফের ফিরেছেন শুটিং ফ্লোরে! তবে অন্য কোনও পরিচালক নন, বিয়ের পর রাজের ছবি দিয়েই কামব্যাক করলেন 'পরাণ যায় জ্বলিয়া রে' স্টার! চুটিয়ে সংসার করার পাশাপাশি চুটিয়ে শুটিংও করছেন। তবে ফলওরে তাঁরা দম্পতি নন, এক্কেবারে পেশাদার পরিচালক, নায়িকা!
advertisement
‘অ্যাডভেঞ্চার্স অব জোজো’র পর মৌলিক গল্প নিয়েই কাজ করতে চাইছিলেন পরিচালক। কাকতালীয় ভাবে ‘পরিণীতা’র গল্পটি পেয়েছিলেন। ফেসবুকে অনেকেই গল্প লেখেন। সে রকম একটি গল্প ভাল লেগে যায় পরিচালকের। স্কুল ছাত্রীর লুকে নিজের ছবি শেয়ার করেছেন শুভশ্রী। এ ছাড়াও ছবিতে আরও তিনটে লুক রয়েছে তাঁর। উত্তর কলকাতার একটি পাড়াকে কেন্দ্র করে গড়িয়েছে ছবির চিত্রনাট্য!
advertisement
শুভশ্রীর পাশাপাশি ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, আদৃত। স্ক্রিনপ্লে এবং ডায়লগ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সিনেম্যাটোগ্রাফার মানস গঙ্গোপাধ্যায়, মিউজিক অর্কপ্রভ মুখোপাধ্যায়ের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাতসকালে অন্যের বাড়ির সিঁড়িতে বসে কী করছিলেন রাজ-শুভশ্রী ?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement