Mithai: ‘হাওয়া হাওয়াই’ নাচতে গিয়ে উচ্ছেবাবুর উপর হুমড়ি খেয়ে পড়েছিলেন সৌমিতৃষা! ভাইরাল ভিডিও

Last Updated:

নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ।

#কলকাতা: বাংলা ধারাবাহিকে এখন অপ্রতিরোধ্য ‘মিঠাই’ (Mithai)। শীর্ষস্থানে সর্বদাই বিরাজমান । জনপ্রিয়তায় এখন ধরাছোঁয়ার বাইরে এই ধারাবাহিক । টিআরপি তালিকায় তাঁকে এখন পিছনে ফেলার সাধ্য কারও নেই । সন্ধে হলেই বাঙালির ঘরে ঘরে এখন ‘মিঠাই’ ছাড়া চায়ের আসর জমে না । ‘মনোহরা’র সদস্যদের কার্যকলাপে মুখরিত হয়ে থাকে সিরিয়ালপ্রেমী বাঙালির ড্রয়িংরুম ।
এখন সেখানে মিঠাই আর উচ্ছেবাবুর নতুন সংসার শুরু হয়েছে । এক মাসের সংসারে সিদ্ধার্থ’র নতুন চ্যালেঞ্জ । সাংসারিক জীবন কাটিয়েও সে প্রমাণ করে দেবে, বিয়ে নামক ইনস্টিটিউশনটা’কে সে বিশ্বাস করে না । অন্যদিকে, স্বামী-স্ত্রী’র অভিনয় করছে শ্রীতমা আর রাতুল । তাঁদের মধ্যে আজীবন বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত হয়েছে । কিন্তু সকলেই চেষ্টা করছে মিঠাই-সিড, আর শ্রী-রাতুলের সম্পর্ককে স্বাভাবিক করে তুলতে ।
advertisement
আর সেই উদ্দেশ্যেই ‘হল্লা পার্টি’র নতুন বেশ ধারণ করেছিল কিছুদিন আগে । ছদ্মবেশে পর্দায় হাজির হয়েছিল সিদ্ধার্থ ও তাঁর টিমের সদস্যরা । সিদ্ধার্থ, স্যান্ডি, নন্দা, মিঠাই সকলেই ছদ্মবেশ ধারণ করেছিল । মিশন ‘শ্রী ও রাতুলের বিয়ে বাঁচানো’ । আদৃত ও নন্দা সেজেছিল কাস্টমার। রাজীব সেজেছিল পঞ্জাবি ওয়েটার। আর চমকে দিয়েছিল খোদ মিঠাই । শ্রীদেবী-অনিল কাপুরের জনপ্রিয় সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’তে শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ সাজে দেখা গিয়েছিল মিঠাই রানিকে । মিঠাইয়ের এই লুক দেখে প্রায় ভিরমি খাওয়ার জোগাড় উচ্ছেবাবুর ।
advertisement
advertisement
advertisement
আর এই নতুন এপিসোডের শ্যুটিং করতে গিয়েই ঘটেছিল সেই মজার ঘটনা । রেস্তোরাঁতে যখন নিপা-রাতুল-শ্রী আর রুডি’র কথোপকথন চলছে তখনই শ্রীদেবীর জনপ্রিয় ‘হাওয়া হাওয়াই’ গানে নাচ শুরু করেছিল মিঠাই । সিদ্ধার্থ’র পরিকল্পনা যাতে রাতুল আর শ্রী’র সামনে ফাঁস না হয়ে যায়, সে কারণেই সকলের মনোযোগ ঘোরাতে এই নাচের অবতারণা করা হয়েছিল ।
advertisement
কিন্তু এই গানের শ্যুটিংয়ের সময় ঘটেছিল এক মজার ঘটনা । নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) । সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, শ্যুটিং চলাকালীন কী ভাবে হুমড়ি খেয়ে উচ্ছেবাবুর উপর এসে পড়েছিলেন নায়িকা । যা দেখে হাসি আর থামছেই না নেটিজেনদের ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: ‘হাওয়া হাওয়াই’ নাচতে গিয়ে উচ্ছেবাবুর উপর হুমড়ি খেয়ে পড়েছিলেন সৌমিতৃষা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement