Mithai Viral Video: সোমদা’র সঙ্গে একী করছে মিঠাই ওরফে সৌমিতৃষা? ভাইরাল ভিডিওয়ে শোরগোল, দেখুন

Last Updated:

পর্দার যে সোম ওরফে ধ্রুবকে খলনায়কের ভূমিকায় দেখা যায়, সেই সোমের সঙ্গে বাস্তবে একের পর এক নাচের ভিডিও পোস্ট করছেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা (Mithai aks Soumitrisha)৷

মিঠাই-সোমের নাচ
মিঠাই-সোমের নাচ
#কলকাতা: মিঠাইকে (Mithai) বারবার অপদস্ত করছে সোমদা৷ আর সেই সোমদা’র সঙ্গে হাসিমুখে নেচে বেড়াচ্ছেন মিঠাই! উচ্ছেবাবুকে ছেড়ে এখন এ কোন পথে হাঁটছেন তিনি! এই প্রশ্নে জেরবার মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু৷ সকলেই অনুরোধ করেছেন উচ্ছেবাবুর সঙ্গে ভিডিও পোস্ট করতে৷ আর মিঠাই যেন মুচকি মুচকি হাসছে৷ মিঠাই-সোমের নাচের ভিডিও এখন ভাইরাল (Viral Video)৷ এর আগেও একটি ভিডিও পোস্ট করেন সৌমিতৃষা যেখানে সোম ওরফে ধ্রুবর বাহুডোরে দেখা যায় তাঁকে৷
বেশ কয়েক মাস ধরে টিআরপি (Mithai TRP) রেটিং-এ শীর্ষস্থানে মিঠাই ধারাবাহিকটি৷ জমজমাট পর্বগুলি দেখেতে খুবই পছন্দ করে দর্শক৷ সঙ্গে মিঠাই আর উচ্ছেবাবু, অর্থাৎ সৌমিতৃষা ও আদৃতের চরিত্রও সকলের খুব প্রিয়৷ মিঠাইকে নিজের স্ত্রী হিসেবে না মেনে নিয়েও তার প্রতি সিদ্ধার্থের ভালবাসা, বা সিদ্ধার্থকে সবসময় যেভাবে চোখে চোখে রাখে মিঠাই, তা যেন এক নিমেষে দর্শকদের মন জয় করে নেয়৷ সঙ্গে আবার খলনায়ক ও খলনায়িকার ভূমিকায় সোম ও তোরসার বারবার ফ্লপ শোয়ে একেবারে জমে উঠেছে ধারাবাহিক৷ শেষ পর্যন্ত কি মিঠাইকে স্ত্রী হিসেবে মেনে নেবে সিদ্ধার্থ? বিয়ের প্রতি তার বিশ্বাস কি ফিরবে? এর উত্তরগুলি জানতে চান সকলে৷
advertisement
advertisement
এদিকে পর্দার যে সোম ওরফে ধ্রুবকে খলনায়কের ভূমিকায় দেখা যায়, সেই সোমের সঙ্গে বাস্তবে একের পর এক নাচের ভিডিও পোস্ট করছেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা (Mithai aks Soumitrisha)৷ আর এতেই অসন্তুষ্ট মিঠাই ভক্তরা৷ নতুন পোস্ট করা এই ভিডিওটি দেখে কেউ লিখছেন মিঠাই খালি সোমের সঙ্গে ভিডিও পোস্ট করে, এমন হলে খেলব না৷ কেউ কেউ আবার লিখছেন উচ্ছেবাবু কোথায়৷ উচ্ছেবাবুর সঙ্গে ভিডিও পোস্ট করুন, এমন আর্জিও এসেছে৷ একজন ভক্ত তো লিখেই দিয়েছেন যে, তোমার পিছনে ষড়যন্ত্র করছে আর তুমি সিডকে বাদ দিয়ে রিল বানাচ্ছো! তবে সৌমিতৃষা যেন এতেই খুব মজা পাচ্ছেন৷ কারণ পর্দার ভিলেনের সঙ্গে এভাবে বাস্তবে রোম্যান্টিক রিল বানাতে খুবই আনন্দ পাচ্ছেন অভিনেত্রী৷ কারণ তিনি জানেন এতেই সব ভক্তরা মজার মজার কমেন্ট করবেন৷ আর তা নিয়েই মজা পাবেন সৌমিতৃষা ও ধ্রুব৷
advertisement
advertisement
সোম ওরফে ধ্রুব দারুণ নাচেন (Mithai and Som)৷ জনপ্রিয় নাচের শো থেকেই তিনি উঠে এসেছেন৷ তাই নাচতে তিনি ভালবাসেন৷ এবং অবশ্যই মিঠাই ওরফে সৌমিতৃষাও নাচতে পছন্দ করেন৷ নাচ তাঁর প্রথম প্রেম, এমনও বলেছেন তিনি৷ তাই তো দু’জনে একসঙ্গে হলেই নেচে মাতিয়ে দেন৷ আর সেই ভিডিও ভাইরালও হয়৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai Viral Video: সোমদা’র সঙ্গে একী করছে মিঠাই ওরফে সৌমিতৃষা? ভাইরাল ভিডিওয়ে শোরগোল, দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement