সাদা পাঞ্জাবী, গলায় মালা...এ বার ভোটের প্রচারে Mir! কোন শিবিরে যোগ দিলেন?

Last Updated:

হঠাৎই ভোট প্রচারের মঞ্চে দাঁড়িয়ে সকলকে চমকে দিলেন তিনি । গলায় গাঁদার মালা, পরণে ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবী আর জহর কোট । ভাষণ দিচ্ছেন মীর ।

#কলকাতা: রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা । শুরু হয়ে গিয়েছে অন্যতম হাই-ভোল্টেজ এই বিধানসভা নির্বাচন । ২ মে রয়েছে ফল ঘোষণা । সম্মুখ সমরে নেমে একে অপরকে সেয়ানে সেয়ানে টেক্কা দিচ্ছে যুযধান প্রতিপক্ষরা । প্রার্থী তালিকাতেও এসেছে নানা চমক । টলিপাড়ার বহু তারকারা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে । তার মধ্যে অনেকেই আবার বিধায়ক পদপ্রার্থী ।
তবে এখনও পর্যন্ত মীরের রাজনীতিতে নামার কোনও খবর পাওয়া যায়নি । হঠাৎই তাই ভোট প্রচারের মঞ্চে দাঁড়িয়ে সকলকে চমকে দিলেন তিনি । গলায় গাঁদার মালা, পরণে ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবী আর জহর কোট । সামনে রয়েছে মাইক, যেন ভাষণ দিচ্ছেন মীর আফসার আলি ওরফে মীর (Mir) । হঠাৎই মীরের এ হেন ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা । মীর নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করেছেন । যদিও ছবির নীচে লেখা ‘কনফিউজড পিকচার’ অর্থাৎ ‘দিকভ্রান্ত ছবি’ । এই ক্যাপশন দেখে অনেকেই আন্দাজ করতে পারছেন, হয়তো মশকরা করেই এমন ছবি পোস্ট করেছেন মীর । অথবা এটি অন্য কোনও বিষয়ের ছবি ।
advertisement
advertisement
দ্বিতীয় ধারনাটিই ঠিক । ‘টুম্পা ব্রিগেড’-এ নাম লিখিয়েছেন মীর । ভাইরাল 'টুম্পা' নির্মাতা আরব, অরিজিৎ, ইন্দ্রনীলরা ভোটের মুখেই নতুন গান বেঁধেছেন। নাম 'কলির হোলি'। এই মিউজিক ভিডিওতে মীর রয়েছেন রাজনৈতিক নেতার চরিত্রে । তাঁর গলায় শোনা গেল অভিনব প্রতিশ্রুতি । বললেন, ''আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি ভোটে জিতি, ৫ বছর পর আবার ফিরে আসবো, আপনাদের থেকে ভোট চাইতে।''
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাদা পাঞ্জাবী, গলায় মালা...এ বার ভোটের প্রচারে Mir! কোন শিবিরে যোগ দিলেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement