Mimi Chakraborty: ভুয়ো ভ্যাকসিন নিয়েই কি মিমি চক্রবর্তীর প্যানিক অ্যাটাক? খোলসা করলেন চিকিৎসক
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ভোর রাত থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও আপাতত স্থিতিশীল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।এ দিন সন্ধ্যা সাত'টা নাগাদ অভিনেত্রীর ফ্ল্যাটে তাঁকে দেখতে জান চিকিৎসক শুভাশিস গঙ্গোপাধ্যায়।
#কলকাতা: ভোর রাত থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও আপাতত স্থিতিশীল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এ দিন সন্ধ্যা সাত'টা নাগাদ অভিনেত্রীর ফ্ল্যাটে তাঁকে দেখতে যান চিকিৎসক শুভাশিস গঙ্গোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসেন। চিকিৎসক জানিয়েছেন, "দু-তিন দিন রাতে ঘুমাননি অভিনেত্রী সাংসদ।ভিয় ভ্যাকসিন কাণ্ডের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।এমনিতেই তাঁর লিভারে গণ্ডগোল রয়েছে এবং গলব্লাডারের সমস্যা রয়েছে, সম্ভবত সেই সমস্যাই বেড়েছে।" তবে ভ্যাকসিন নেওয়ার পরে তাঁর সেই সমস্যা হচ্ছে কিনা, তা নিয়ে চিকিৎসক স্পষ্ট করে কিছু জানাননি।
উল্লেখ্য, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Kasba Fake Vaccination) শিকার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এই মুহূর্তে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিহাইড্রেশন, রক্তচাপের সমস্যা থাকায় ভোর রাতে অজ্ঞান হয়ে যান মিমি (Mimi Chakraborty Health)। সেই সময় তাঁর পরিচারিকা তাঁর সঙ্গে ছিলেন। অবিলম্বে মিমির সহকারীকে খবর দেওয়া হয়। ছুটে আসেন চিকিৎসক। তবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন প্যানিক থেকেও ঘটে থাকতে এই অসুস্থতা।
advertisement
সূত্রের খবর শুক্রবার রাত থেকেই দুর্বল ছিলেন মিমি। এরপরে শনিবার ভোরবেলা ৩টে নাগাদ হঠাৎই অত্যন্ত অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। ঘাম দিতে শুরু করে। এরপরেই অজ্ঞান হয়ে যান মিমি চক্রবর্তী। পরিচারিকা প্রাথমিক শুশ্রুষার পরে সহকারীকে ফোন করেন। তিনিই ছুটে এসে খবর দেন চিকিৎসককে। তিনি জানান, 'গুরুতর ডিহাইড্রেশন, অত্যন্ত কম রক্তচাপ, অসহ্য পেতে ব্যথায় কাতর হয়েই সংজ্ঞা হারান অভিনেত্রী। তার আগে থেকেই গল ব্লাডারের সমস্যা ও লিভার-জনিত সমস্যা থাকায় নিয়মিত তার জন্যে ওষুধ খান মিমি। এই অবস্থায় তাঁর স্বাস্থ্য নিয়ে ভয় আরও বেড়েছে।
advertisement
advertisement
সূত্রের খবর কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুক্রবারই যাবতীয় রক্ত পরীক্ষা ও অন্যান্য টেস্ট করান মিমি চক্রবর্তী। ভ্যাকসিনের বদলে তাঁর শরীরে কী প্রবেশ করেছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন মিমি। সংবাদ মাধ্যমে মিমি জানান, আগে থেকেই তাঁর লিভারের সমস্যা ছিল। ভুয়ো টিকা নিয়ে যদিও এখনও পর্যন্ত তাঁর তেমন কোনও শারীরিক সমস্যা হয়নি। তবুও ঝুঁকি নিতে চান না মিমি। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালোই ছিল তাঁর। কিন্তু তারপরেও কেন অসুস্থতা হল তা নিয়ে চিন্তিত চিকিৎসক। সূত্রের খবর, মিমির অসুস্থতার পেছনে তাঁর উদ্বেগ বা প্যানিক-ও কারণ হতে পারে বলে মনে করছেন চিকিৎসক।
advertisement
Arunima Dey
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2021 10:40 PM IST