Madhubani Goswami : 'আগডুম বাগডুম ঘোরাডুম সাজে', ছেলের ৪মাসের জন্মদিনে স্নেহের সাগরে ভাসলেন মা-মধুবনী...

Last Updated:

Madhubani Goswami : আপাতত কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। ছেলেকে সামলানোর জন্যই এই সিদ্ধান্ত বলে ইতিমধ্যেই জানিয়েছেন তিনি।

#কলকাতা : দেখতে দেখতে একরত্তি কেশব পার করে দিল জীবনের প্রথম চার-ছাড়তে মাস। আর মাতৃত্বেও মধুবনী গোস্বামী (Madhubani Goswami) পার করেছে সেই সময়। আর তাতেই সোমবার রাতে আবেগে ভাসলেন প্রথম-মা মধুবনী(Madhubani Goswami)। আর তাঁর স্নেহ আর কৃতজ্ঞতায় ভেজা সেই পোস্ট দেখে এই বর্ষার মরশুমে বিনা-বারিষেই ভিজলেন নেটিজেনরাও। বন্যা বইয়ে দিলেন ভালোবাসা আর স্নেহের। মা ও ছেলের প্রতি।
ফেসবুকে এদিন নিজের ও ছেলের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ছেলের ৪ মাসের জন্মদিনটি উদযাপন করেন মধুবনী(Madhubani Goswami)। ছেলেভোলানো চিরচেনা ছড়াতেই ধরা পরে টেলি তারকার আবেগ। "কমলাফুলির টিয়েটা,সুয্যি মামার বিয়েটা, বেশ কিছু মজাদার ছেলেমানুষি ইমোজি দিয়ে মধুবনী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "আজ চার মাস পূর্ণ হল আমার বাপ্পা মোরিয়ার, আমার সোনার গোপালের, আমার মিত্তি কেশবের।"
advertisement
advertisement
গত এপ্রিল মাসে পুত্র সন্তানের মা হয়েছেন টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামী। ধারাবাহিক 'ভালবাসা ডট কম' থেকে শুরু হয়েছিল ওম-তোড়ার ভালোবাসার গল্প। পর্দার 'ওম-তোড়া' এবার বাস্তবে মা-বাবা। ছেলের দায়িত্ব দুজনে ভাগ করে নিয়েছেন। সহকারীর প্রয়োজন ছাড়াই পুত্রসন্তানকে নিজে কোলে পিঠে করে বড় করছেন নায়িকা। নেটমাধ্যমে এর আগেও প্রায়ই ভাগ করে নিয়েছেন সুন্দর মুহূর্ত। আর তাতে প্রশংসাও কুড়িয়েছেন নেটিজেনদের।
advertisement
আপাতত কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী মধুবনী। ছেলেকে সামলানোর জন্যই এই সিদ্ধান্ত বলে ইতিমধ্যেই জানিয়েছেন তিনি। এই সঠিক সিদ্ধান্ত নিতে রাজা তাঁকে সাহায্য করেছেন বলে ধন্যবাদও জানিয়েছেন নায়িকা। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি নিজেও খুশি। ক্য়াপশনে কার্যত কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে মধুবনীকে। দীর্ঘ ১১ বছরের সম্পর্ক রাজা-মধুবনীর। ভালোবাসা ডট কমের সেটে শুরু এই প্রেমের গল্প। এরপর ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami : 'আগডুম বাগডুম ঘোরাডুম সাজে', ছেলের ৪মাসের জন্মদিনে স্নেহের সাগরে ভাসলেন মা-মধুবনী...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement