করোনা পরবর্তী পরিস্থিতিতে কী হবে দশা? উঠে এল ছোট্ট ছবির মাধ্যমে, দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এ এক একাকীত্বের গল্প...
#কলকাতা: এ এক একাকীত্বের গল্প। সময়টা বর্তমান থেকে এগিয়ে গিয়ে এমন এক সময়ে, যখন পৃথিবীর অধিকাংশ মানুষ মৃত। এমনই এক সময়ে দাঁড়িয়ে এক নায়িকার গল্প। ফেসবুকে হঠাৎ এক অজ্ঞাত মুখোশধারী মানুষের সঙ্গে কথা হয় নায়িকার। কিন্তু, সেই মুখোশ কিছুতেই খোলে না অজ্ঞাত ব্যক্তি। গল্পের নায়িকা বার বার অনুরোধ করাতে তিনি জানান নায়িকা তার পূর্বপরিচিত। আর পৃথিবীতে তিনি ও নায়িকা ছাড়া বেশি কেউ বেঁচে নেই। বিস্তর অনুরোধের পরে কি সেই ব্যক্তি মুখোশ খোলে? নাকি, গোটাটাই নায়িকার স্বপ্ন? এই নিয়েই এগিয়েছে দ্য লোনলি স্টারের গল্প।
শিলাদিত্যর 'একটি তারা'-এ অভিনয় করেছেন পায়েল সরকার এবং শুভ্র এস দাস৷ । এখানে নায়িকাকে দেখা যাবে তাঁর নিজের চরিত্রে৷ একজন তারকা ও তাঁর ভক্তের কথোপকথন হয় ভিডিও কলের মাধ্যমে । কারণ ছবির গল্প অনুযায়ী এরাই বেঁচে রয়েছেন করোনা পরবর্তী সময়ে। তাই এদের কাছে একে অন্যের সঙ্গে কথা বলা ছাড়া আর কোনও উপায় নেই ।
advertisement
'মানুষ দীর্ঘ সময় একা থাকলে তার মধ্যে মানসিকভাবে অনেক পরিবর্তন আসে । এখন আমরা গৃহবন্দি। না হলে কিন্তু এটা কোনওদিন উপলব্ধি করতাম না। পৃথিবীটা হঠাৎ করে ছোটো হয়ে গিয়েছে, অনেক রকম মানসিক বিকৃতি হতে পারে। আমরা সেই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়তে পারি কিনা, সেই উত্তর অনুসন্ধান করছি। আরও একটি বিষয় অনেক কিছুই তার মূল্য হারিয়েছে আমাদের কাছে। সে গুলোর মূল্য এখন বেড়ে গিয়েছে। হারিয়ে যাওয়া বন্ধুকে মনে পড়ে। মনুষ্যত্বের গুরুত্ব আজ আবার বেড়ে গিয়েছে।' বক্তব্য পরিচালকে শিলাদিত্য মৌলিকের।
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2020 5:12 PM IST

