বলিউডে পা রাখলেন লগ্নজিতা, ইউটিউবে ইতিমধ্যেই ‘Kahe Koi Aansoo’-র ভিউ ২ লক্ষ!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
৮ দিনের মধ্যেই সেই ভিডিও-র ভিউ ২ লাখ ছাড়িয়ে গিয়েছে ।
#কলকাতা: এবার বালিউডে পা রাখলেন লগ্নজিতা চক্রবর্তী । ইতিমধ্যেই লগ্নজিতার সেই মিউজিক ভিডিও ইউটিউবে এসে গিয়েছে। ৮ দিনের মধ্যেই সেই ভিডিও-র ভিউ ২ লাখ ছাড়িয়ে গিয়েছে ।
ভিডিও-তে রয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনত্রী দীপ্তি দেবী। এর আগে 'কন্ডিশন অ্যাপ্লাই' এবং 'নাল' ছবি করেছেন তিনি । ছোট পর্দায় কাজ করেছেন 'মালা সাসু হাভি' ও 'অন্তরপথ'-এ । এবার তিনিই লগ্নজিতার প্রথম হিন্দি গানের মুখ। ‘Kahe Koi Aansoo’ ইতিমধ্যেই শ্রোতাদের মন জিতে নিয়েছে । লগ্নজিতার স্পেশ্যাল টাচ তো রয়েইছে এতে । সঙ্গে রয়েছে একটা বিরহের গল্পও । ‘Kahe Koi Aansoo’-র সুরকার গৌরব দাগাওনকর ও অংশুপ্রিয়া সাহা । গানটির গীতিকারও অংশুপ্রিয়া ।
advertisement
সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাতকারে দীপ্তি বলেন, ''বহুদিন ধরেই মিউজিক ভিডিও-তে অভিনয় করার ইচ্ছে ছিল । অবশেষে সেটা সম্ভব হল । এটাই মিউজিক ভিডিওয় আমার প্রথম কাজ। কাজটা নিয়ে আমি খুবই আশাবাদী। আর গানটাও খুব সুন্দর । এর কথা, সুর সবকিছুর সঙ্গে নিজেকে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারি । আর লগ্নজিতার গলা আমাকে যেন নাড়িয়ে দিয়েছে।''
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2020 8:20 PM IST