#কলকাতা: সন্ধে হলেই টিভি মুখো হন বাঙালি সিরিয়ালপ্রেমীরা । ধারাবাহিকের চরিত্রগুলো যেন তাঁদের কাছে জীবন্ত হয়ে ওঠে । প্রতিদিন তাঁদের সংসারের সুখ-দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান দেখতে বড়ই ভালবাসেন তাঁরা । আর সিরিয়ালপ্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল ‘খড়কুটো’ । ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল । ‘খড়কুটো’র মুখ্য চরিত্র ‘গুনগুন’ ওরফে তৃণা সাহা । তাঁর মজার কীর্তি, পাগলামি দেখতে দারুণ ভালবাসেন দর্শকরা । সর্বপরি আপামর বাঙালি, মধ্যবিত্ত, যৌথ পরিবারের ভাবধারায় অনুপ্রণিত এই ধারাবাহিক দেখে অনেকেই নিখাদ আনন্দ খুঁজে পান ।
View this post on Instagram
কিন্তু সেই ‘খড়কুটো’ পরিবারেই এ বার এল দুঃসংবাদ । দুর্ঘটনায় আহত হলেন ধারাবাহিকের অত্যন্ত প্রিয় একটি চরিত্র ‘চিনি’ ওরফে প্রিয়াঙ্কা মিত্র । অর্থাৎ রিল লাইফে গুনগুনের ননদ সে । সম্প্রতি প্রিয়াঙ্কার পা ভেঙে গিয়েছে । ফলে কোনও ভাবেই আর শ্যুটিং ফ্লোরে আসতে পারছেন না তিনি । বাড়িতেই ভাঙা পা নিয়ে বিশ্রামে রয়েছেন ।
সোশ্যাল মিডিয়ায় নিজের ভাঙা পায়ের ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা । আর সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ‘চিনি’র ভক্তরা সমবেদনা জানিয়েছেন তাঁকে । সকলেই প্রার্থনা করেছেন যাতে খুব শীঘ্র সুস্থ হয়ে আবার ফ্লোরে ফিরতে পারেন প্রিয়াঙ্কা । রিল লাইফের ননদের এই পোস্টে আবার কমেন্ট করেছেন তৃণা সাহা । তিনি লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বেবি’ ।View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Trina Saha