#কলকাতা: গোটা দেশের অবস্থা ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে । সর্বকালের সমস্ত রেকর্ড ছাপিয়ে ৩ লাখ পেরিয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ । মাত্র ১ সপ্তাহে দৈনিক সংক্রমণের মাত্রা ২ লাখ থেকে ৩ লাখের গণ্ডি পেরিয়েছে । হাসপাতালে জায়গা নেই, অক্সিজেনের অভাব, হাহাকার, অসাহয়তার বুক ফাটা ছবিগুলো বারবার ভেসে আসছে সংবাদ মাধ্যমের পর্দায় ।
সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না কেউ । প্রবীণদের পাশাপাশি এ বার আক্রান্ত হচ্ছে শিশুরাও । বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ কেউই বাদ নেই । ক’দিন আগেই জানা গিয়েছিল টলিউডে করোনা তার কড়াল থাবা বসিয়েছে । আক্রান্ত হয়েছেন সুপারস্টার জিৎ, নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও । আর এ বার আক্রান্ত হলেন টলি-অভিনেতা এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায় ।
তবে উজান বেশ কযেকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিল । ১৪ দিনের বন্দীদশা তাঁর শীঘ্রই শেষ হতে চলেছে । এপ্রিলের শুরুর দিকে অসুস্থতা বোধ করছিলেন তিনি । জ্বলেও ভুগছিলেন । করোনা পরীক্ষা করায় সেই ফলাফল পজিটিভ আসে । মা চূর্ণীও সে সময় করোনা পরীক্ষা করিয়েছিলেন । যদিও রিপোর্ট নেচিবাচক ছিল । কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন ছবি শ্যুটের কাজে শহরের বাইরে । উজান এতদিন বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন । এমনিতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা যাচ্ছে ।
পাভেলের ছবি ‘রসগোল্লা’ দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন উজান । প্রথম ছবিতেই তাঁর অসাধারণ অভিনয় প্রতিভা নজর কেড়েছিল দর্শকদের । এরপর বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘লক্ষ্মী ছেলে’তে দেখা যাূে উজানকে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Churni Ganguly, Coronavirus, Kaushik Ganguly