Ujaan Ganguly Corona Positive: করোনা আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান

Last Updated:

এ বার আক্রান্ত হলেন টলি-অভিনেতা এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায় ।

করোনা আক্রান্ত উজান গঙ্গোপাধ্যায় ।
করোনা আক্রান্ত উজান গঙ্গোপাধ্যায় ।
#কলকাতা: গোটা দেশের অবস্থা ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে । সর্বকালের সমস্ত রেকর্ড ছাপিয়ে ৩ লাখ পেরিয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ । মাত্র ১ সপ্তাহে দৈনিক সংক্রমণের মাত্রা ২ লাখ থেকে ৩ লাখের গণ্ডি পেরিয়েছে । হাসপাতালে জায়গা নেই, অক্সিজেনের অভাব, হাহাকার, অসাহয়তার বুক ফাটা ছবিগুলো বারবার ভেসে আসছে সংবাদ মাধ্যমের পর্দায় ।
সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না কেউ । প্রবীণদের পাশাপাশি এ বার আক্রান্ত হচ্ছে শিশুরাও । বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ কেউই বাদ নেই । ক’দিন আগেই জানা গিয়েছিল টলিউডে করোনা তার কড়াল থাবা বসিয়েছে । আক্রান্ত হয়েছেন সুপারস্টার জিৎ, নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও । আর এ বার আক্রান্ত হলেন টলি-অভিনেতা এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায় ।
advertisement
তবে উজান বেশ কযেকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিল । ১৪ দিনের বন্দীদশা তাঁর শীঘ্রই শেষ হতে চলেছে । এপ্রিলের শুরুর দিকে অসুস্থতা বোধ করছিলেন তিনি । জ্বলেও ভুগছিলেন । করোনা পরীক্ষা করায় সেই ফলাফল পজিটিভ আসে । মা চূর্ণীও সে সময় করোনা পরীক্ষা করিয়েছিলেন । যদিও রিপোর্ট নেচিবাচক ছিল । কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন ছবি শ্যুটের কাজে শহরের বাইরে । উজান এতদিন বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন । এমনিতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা যাচ্ছে ।
advertisement
advertisement
পাভেলের ছবি ‘রসগোল্লা’ দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন উজান । প্রথম ছবিতেই তাঁর অসাধারণ অভিনয় প্রতিভা নজর কেড়েছিল দর্শকদের । এরপর বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘লক্ষ্মী ছেলে’তে দেখা যাূে উজানকে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ujaan Ganguly Corona Positive: করোনা আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement