Jeetu-Nabanita: জল্পনাই সত্যি হল? বিয়ের ২ বছরের মাথায় অন্য নায়িকাকে ‘ভালবাসি’ বললেন জিতু

Last Updated:

আগের একটি ভিডিওতে জিতুকে দেখা যায় নবনীতাকে চড় মারতে । এ দিন আবার নতুন একটি ভিডিওতে জিতু খোদ অন্য নায়িকাকে ‘আই লভ ইউ’ বলছেন ।

#কলকাতা: তারকাদের জীবন যেন রহস্যের জালে মোড়া । বাইরের দুনিয়া থেকে সেই ঘন রহস্যাবৃত গজতের তল পাওয়াই দুষ্কর । আর তাঁদের সম্পর্ক ভাঙাগড়ার খবর যেন সবসময়ই উড়তে থাকে আকাশে-বাতাসে । কিন্তু তা বলে জিতু-নবনীতা! যেন বিশ্বাসই করতে চাইছেন না তাঁদের ভক্তরা । টেলিপর্দার জনপ্রিয় তারকা জুটি জিতু কমল ও নবনীতা দাস । শ্যুটিং ফ্লোর থেকেই জমে উঠেছিল প্রেম । তারপর রিল লাইফ পেরিয়ে তা এখন ঢুকে গিয়েছে রিয়েল লাইফেও । কারণ গত দু’বছর ধরে এখন তাঁরা স্বামী-স্ত্রী ।
কিন্তু হঠাৎ কী হল জিতু-নবনীতার জীবনে? বিচ্ছেদের কালো মেঘ কি তবে ঘনিয়ে এল? গত কয়েকদিন ধরেই একটি ভিডিও ঘুরছিল সোশ্যাল মিডিয়ায় । জিতু নিজেই শেয়ার করেছিলেন সেটি । সেখানে নায়ককে দেখা যায় নবনীতাকে চড় মারতে । এ দিন আবার নতুন একটি ভিডিওতে জিতু খোদ অন্য নায়িকাকে ‘আই লভ ইউ’ বলছেন । তবে এ টুকু শুনেই ঘাবড়ে যাবেন না । আসলে সবটাই মজার ছলে করেছেন নায়ক-নায়িকা ।
advertisement
View this post on Instagram

A post shared by jeetu🇮🇳 (@jeetu_kamal)

advertisement
advertisement
ইনস্টাগ্রাম রিল ভিডিও-তে এর আগে একদিন গানের মধ্যেই নবনীতাকে মশকরা করে মেরেছিলেন জিতু । আর এ বার রিল লাইফের সহনায়িকা অভিনেত্রী সম্পূর্ণা’কে ‘আই লভ ইউ’ বলতে শোনা গেলন জিতুকে । বর্তমানে ‘আকাশ আট’-এ ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকে অভিনয় করছেন সম্পূর্ণা আর জিতু । সেই ডেইলি সোপের শ্যুটিংয়ের স্বার্থে সহ-অভিনেত্রীর সঙ্গে অনেকটা সময়ই কাটাতে হয় জিতুকে । তাই শ্যুটিংয়ের ফাঁকে একটু হাসি, একটু খুনসুটি লেগেই থাকে ।
advertisement
View this post on Instagram

A post shared by jeetu🇮🇳 (@jeetu_kamal)

advertisement
সোশ্যাল মিডিয়ায় হামেশাই এ রকম মজার মজার ভিডিও পোস্ট করতে থাকে টলিপাড়ার এই ফ্যাব জুটি জিতু আর নবনীতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu-Nabanita: জল্পনাই সত্যি হল? বিয়ের ২ বছরের মাথায় অন্য নায়িকাকে ‘ভালবাসি’ বললেন জিতু
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement