Viral Video: সাদা কালো যুগে ফিরে গেলেন গ্রামের রানি বীণাপানি ওরফে অ্যানমেরি, ভিডিও ভাইরাল!

Last Updated:

স্ক্রিনও থাকল সাদা-কালো৷ ফলে বোঝার উপায় থাকল না যে অ্যানমেরি নাকি অন্য কেউ!

#কলকাতা: গ্রামের রাণি বীণাপানি (Gramer Rani Binapani) খ্যাত অভিনেত্রী অ্যানমেরি টম (Annamary Tom) বেশ জনপ্রিয়৷ গ্রামের মেয়ের জয়ের কাহিনী নিয়েই এগোচ্ছে ধারাবাহিক৷ এরই মধ্যে অ্যানমেরি ফিরে যেতে চাইলেন সেই সাদা-কালো যুগে৷ ৬-৭ দশকে হিরোইন হয়ে তিনি সকলকে তাক লাগিয়ে দিলেন! পুরনো দিনের নায়িকাদের মতো টানা টানা চোখ, মুখে মিষ্টি হাসি, অ্যানমেরিকে যেন চেনাই দায়৷ তাঁর সেই ভিডিও ভাইরাল হল নিমেষে (Viral Video)!
advertisement
সিরিয়ালে নবাগতা অ্যানমেরির বিপরীতে দেখা যাচ্ছে অভিজ্ঞ হানি বাফনাকে। প্রমথা কাদম্বিনীতে হানি-কে দেখেছে দর্শক। এবার হানি-অ্যানমেরি জুটির রসায়ন দর্শকদের মন্দ লাগছে না। বাংলা ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করলেও, অ্যানমেরি পুরোপুরি বাঙালি নন৷ তিনি অর্ধেক বাঙালি অর্ধেক মালায়লি৷ তবে বড় হয়েছেন বাংলায়৷ বাংলা ও মালায়লি, দুটি ভাষাই বলতে পারেন অ্যানমেরি৷ দীর্ঘদিন তিনি যুক্ত মডেলিং-এর সঙ্গে৷ সেখানে থেকেই অভিনয় জীবনে প্রবেশ৷ তিনি নাচতেও ভালবাসেন৷ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেকে ডান্সার ও কোরিওগ্রাফার হিসেবে পরিচয় দিয়েছেন বীণাপানি ওরফে অ্যানমেরি৷ তাই তো নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মাঝে মধ্যেই নাচের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী৷ দারুণ নাচেন তিনি৷
advertisement
View this post on Instagram

A post shared by Annmary Tom (@tomannmary)

advertisement
এবার তেমনই এক ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দিলেন অ্যানমেরি৷ পুরনো হিন্দি ছবির জনপ্রিয় গান আজিব দাস্তা হে ইয়ে-র সঙ্গে খুব সুন্দর অভিব্যক্তি ফুটে উঠল অভিনেত্রী৷ আর স্ক্রিনও থাকল সাদা-কালো৷ ফলে বোঝার উপায় থাকল না যে অ্যানমেরি নাকি অন্য কেউ! এতেই খুব মজা পেলেন দর্শক৷ দেখুন গ্রামের রানি বীণাপানি ওরফে অ্যানমেরি টমের ভাইরাল ভিডিও৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: সাদা কালো যুগে ফিরে গেলেন গ্রামের রানি বীণাপানি ওরফে অ্যানমেরি, ভিডিও ভাইরাল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement