Viral Video: সাদা কালো যুগে ফিরে গেলেন গ্রামের রানি বীণাপানি ওরফে অ্যানমেরি, ভিডিও ভাইরাল!

Last Updated:

স্ক্রিনও থাকল সাদা-কালো৷ ফলে বোঝার উপায় থাকল না যে অ্যানমেরি নাকি অন্য কেউ!

#কলকাতা: গ্রামের রাণি বীণাপানি (Gramer Rani Binapani) খ্যাত অভিনেত্রী অ্যানমেরি টম (Annamary Tom) বেশ জনপ্রিয়৷ গ্রামের মেয়ের জয়ের কাহিনী নিয়েই এগোচ্ছে ধারাবাহিক৷ এরই মধ্যে অ্যানমেরি ফিরে যেতে চাইলেন সেই সাদা-কালো যুগে৷ ৬-৭ দশকে হিরোইন হয়ে তিনি সকলকে তাক লাগিয়ে দিলেন! পুরনো দিনের নায়িকাদের মতো টানা টানা চোখ, মুখে মিষ্টি হাসি, অ্যানমেরিকে যেন চেনাই দায়৷ তাঁর সেই ভিডিও ভাইরাল হল নিমেষে (Viral Video)!
advertisement
সিরিয়ালে নবাগতা অ্যানমেরির বিপরীতে দেখা যাচ্ছে অভিজ্ঞ হানি বাফনাকে। প্রমথা কাদম্বিনীতে হানি-কে দেখেছে দর্শক। এবার হানি-অ্যানমেরি জুটির রসায়ন দর্শকদের মন্দ লাগছে না। বাংলা ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করলেও, অ্যানমেরি পুরোপুরি বাঙালি নন৷ তিনি অর্ধেক বাঙালি অর্ধেক মালায়লি৷ তবে বড় হয়েছেন বাংলায়৷ বাংলা ও মালায়লি, দুটি ভাষাই বলতে পারেন অ্যানমেরি৷ দীর্ঘদিন তিনি যুক্ত মডেলিং-এর সঙ্গে৷ সেখানে থেকেই অভিনয় জীবনে প্রবেশ৷ তিনি নাচতেও ভালবাসেন৷ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেকে ডান্সার ও কোরিওগ্রাফার হিসেবে পরিচয় দিয়েছেন বীণাপানি ওরফে অ্যানমেরি৷ তাই তো নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মাঝে মধ্যেই নাচের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী৷ দারুণ নাচেন তিনি৷
advertisement
View this post on Instagram

A post shared by Annmary Tom (@tomannmary)

advertisement
এবার তেমনই এক ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দিলেন অ্যানমেরি৷ পুরনো হিন্দি ছবির জনপ্রিয় গান আজিব দাস্তা হে ইয়ে-র সঙ্গে খুব সুন্দর অভিব্যক্তি ফুটে উঠল অভিনেত্রী৷ আর স্ক্রিনও থাকল সাদা-কালো৷ ফলে বোঝার উপায় থাকল না যে অ্যানমেরি নাকি অন্য কেউ! এতেই খুব মজা পেলেন দর্শক৷ দেখুন গ্রামের রানি বীণাপানি ওরফে অ্যানমেরি টমের ভাইরাল ভিডিও৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: সাদা কালো যুগে ফিরে গেলেন গ্রামের রানি বীণাপানি ওরফে অ্যানমেরি, ভিডিও ভাইরাল!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement