Dev in Golondaaj : ইতিহাসের পাতা থেকে পর্দায় 'নগেন্দ্রপ্রসাদ'! দোলে প্রকাশ্যে দেবের 'গোলন্দাজ'

Last Updated:

করোনা আবহে পিছিয়ে গিয়েছিল শ্যুটিং। প্রায় এক বছর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দোল পূর্ণিমার দিনই মুক্তি পেল দেবের বহু প্রতীক্ষিত এবং বহু চর্চিত ছবি ‘গোলন্দাজ’-এর ফার্স্ট লুক পোস্টার।

#কলকাতা : করোনা আবহে পিছিয়ে গিয়েছিল শ্যুটিং। প্রায় এক বছর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দোল পূর্ণিমার দিনই মুক্তি পেল দেবের বহু প্রতীক্ষিত এবং বহু চর্চিত ছবি ‘গোলন্দাজ’ (Golondaaj)-এর ফার্স্ট লুক পোস্টার। ছবির মুক্তির তারিখ ঘোষণা হয়েছিল চলতি সপ্তাহের শুরুতেই, আর রবিবার সকালে কথা মতোই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিকের এই পোস্টার সামনে আনলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
এই পিরিয়ড ড্রামায় ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন দেব। গত বছর অগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, তবে করোনার জেরে সব পরিকল্পনা ভেস্তে যায়। অবশেষে করোনা কাঁটা পেরিয়ে চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে ‘গোলন্দাজ’।
এদিন প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের তরফে ছবির পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে শেকল ছিঁড়ে ফুটবল পায়ে এগিয়ে যেতে দেখা গেল দেবকে। চোখে মুখে ফুটে উঠছে অদম্য জেদ, আর লক্ষ্যে অবিচল থাকার সংকল্প। বলাই যায়, ছবির পোস্টারে শেকল আসলে 'পরাধীনতার' প্রতীক। ভারতীয় ফুটবলের জনক, যিনি একজন বাঙালিও হারিয়ে গিয়েছেন অজানা অতীতে। সেটাই খুঁজে বার করার চেষ্টা করবে ‘গোলন্দাজ’।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by SVF (@svfsocial)

advertisement
'গুপ্তধনের সন্ধানে', 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর অসামান্য সাফল্যের পর ফের একবার ইতিহাসে চোখ রেখেছেন পরিচালক ধ্রুব। গল্পের ঠাস বুনন ছাড়াই অসামান্য চিত্রনাট্য বরাবরই USP ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবির। এক্ষেত্রেও সেই ধারাই অব্যাহত থাকবে বলে দাবি করলেন পরিচালক।
গোলন্দাজে ইশা সাহাকে দেখা যাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী কমলিনীর ভূমিক়ায়। আর দেবের অনস্ক্রিন 'বাবা', সূর্য কুমার সর্বাধিকারীর ভূমিকায় থাকবেন শ্রীকান্ত আচার্য। যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে এবার দেখা যাবে এই বিশিষ্ট সংগীতশিল্পীকে। অন্যদিকে ইন্দ্রাশিস আচার্যকে দেখা যাবে ওপর মূল চরিত্র জিতেন্দ্রর ভূমিকায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev in Golondaaj : ইতিহাসের পাতা থেকে পর্দায় 'নগেন্দ্রপ্রসাদ'! দোলে প্রকাশ্যে দেবের 'গোলন্দাজ'
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement