Neel Bhattacharya: 'তৃণা দারুণ কুক, বাড়িতে ওর হাতের রান্না খাচ্ছি চুটিয়ে!' এই সময় মনের জোর রাখতে বললেন নিখিল ওরফে নীল ভট্টাচার্য

Last Updated:

সারাদিন বাড়িতে কেমন কাটছে কৃষ্ণকলির নিখিলের?

কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল (Nikhil in Krishnakoli)৷ অত্যন্ত জনপ্রিয়৷ এ বছর শুরুতেই তৃণার সঙ্গে ধুমধাম করে বিয়ে করেছেন৷ নীল-তৃণা (Neel-Trina) দু’জনেই খুবই পরিচিত মুখ৷ শুধু পরিচিত বললে ভুল বলা হবে, দু’জনে দুটি লিডিং চ্যানেলের প্রধান মুখ৷ সন্ধে হলেই বাঙালির ড্রইং রুমে ঢুকে পড়েন নীল-তৃণা৷ আপাতত শ্যুটিং বন্ধ৷ তাই স্বামী-স্ত্রী একসঙ্গে সময় কাটাচ্ছেন৷ সেই ফাঁকেই ধরা গেল নীল ভট্টাচার্যকে (Neel Bhattacharya)৷
১) কেমন কাটছে দিন? মোটের উপর গৃহবন্দি হয়ে?
উত্তর-পজিটিভিটি (Positivity) খোঁজার চেষ্টা করি সবসময়৷ চারিদিকে এত খারাপ অবস্থা৷ পরিস্থিতি একেবারেই ভাল নয়৷ তার মধ্যেই কাটাতে হবে৷ আমি চেষ্টা করছি এই সময়ের মধ্যে ভাল দিকগুলো খুঁজতে৷ যেমন বাড়িতে সময় কাটাতে পারছি৷ বাবা-মা এবং তৃণার সঙ্গেও কাটানো সময় উপভোগ করছি৷ না হলে তো শ্যুটিং-এ ব্যস্ত থাকি৷ বাড়ির বাইরে থাকতে হয়৷ এখন এতটা সময় কাটাচ্ছি পরিবারের সঙ্গে, যাতে পরে কখনও নিজের কাছেই কোনও অভিযোগ না থাকে৷
advertisement
২)আগের লকডাউনের থেকে এবার কার্যত লকডাউনটা আলাদা৷ বাড়িতে তৃণা রয়েছেন৷ তাই কাজও কি কিছুটা ভাগ হচ্ছ?
উত্তর- কিছুটা কাজ তো কমেছে৷ তৃণা সাহায্য করে অনেকটাই৷ তা ছাড়া আরও একটা ব্যাপার৷ এবার আমরা অনেকটা বেশি অভ্যস্থ হয়ে গিয়েছে এই পরিস্থিতিটার সঙ্গে৷ গতবারের অভিজ্ঞতা কাজে লাগছে৷ তবে এখন তো অনেক কিছুই অর্ডার করতে পারছি৷ বাড়িতে জিনিসও চলে আসছে৷ আরও একটা ব্যাপার, তৃণা দারুণ রান্না করে৷ সেটাও উপভোগ করছি৷
advertisement
advertisement
৩)কতটা ব্যস্ততা থাকে? কারণ অভিনেতাদেরও তো ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে৷
উত্তর- হ্যাঁ, সেটা থাকে৷ চেষ্টা করছি, বাড়ি থেকে যতটা ভাল ভাবে কাজ করা যায়৷ যেমন যেমন স্ক্রিপ্ট পাচ্ছি, তেমন বাড়ি থেকে শ্যুটিং করছি৷ আগের বার তো একা করেছিলাম৷ এবার তৃণা থাকাতে কিছুটা সাহায্য করছে৷ আর শ্যুট করলে সময়টাও ভালভাবে কাটে৷ একটা ব্যস্ততা তো থাকেই৷
advertisement
৪)আপনিও শ্যুট করছেন, তৃণাও৷ তাহলে তো একই বাড়িতেই TRP যুদ্ধ লেগে যাচ্ছে?
উত্তর- (কিছুটা হেসে) আরে না না৷ আমাদের মধ্যে তেমন সম্পর্কই নয়৷ দু’জনে সবসময় চেষ্টা করি দু’জনকে সাহায্য করতে৷ কার কাজ কতটা ভাল হবে, সেই নিয়ে উৎসাহ দিতে৷ তাই লড়াই নয়, মিলেমিশে উপভোগ করে কাজ করি৷
৫)স্বামী-স্ত্রী দুই লিডিং চ্যানেলের দুই উজ্জ্বল মুখ৷ কখনও কোনভাবেই এই নিয়ে তর্ক হয় না?
উত্তর- না, আমরা চেষ্টা করি একে অপরকে প্রশংসা করতে৷ সমালোচনাও করি একে অপরের৷ এর মাধ্যমে নিজেদের কাজের উন্নতি করার চেষ্টা করি৷ তাই একেবারে সুখে শান্তিতে দু’জনের ধারাবাহিক দু’জনে মন দিয়ে দেখি৷
advertisement
৬)বাবা চিকিৎসক৷ খুব কাছ থেকে লড়াইটা দেখছেন৷ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ কী অভিজ্ঞতা হচ্ছে?
উত্তর- হ্যাঁ, দেখছি, নিজের করোনা হয়েছিল৷ তাই বুঝতে পারি শারীরিক ভাবে কতটা দুর্বল করে দেয় করোনা৷ তবে এটাও ঠিক শারীরিক থেকে বেশি মানসিকভাবে প্রভাব ফেলছে করোনা৷ সাধারণ মানুষ মানসিকভাবে বেশি ভেঙে পড়ছেন৷ মানসিকভাবে সুস্থ থাকাটা এই সময় খুব জরুরি৷ কারণ দেখুন করোনা ছাড়াও তো অনেক দুরারোগ্য ব্যাধি থাকে৷ সেগুলোর সঙ্গেও তো আমরা লড়াই করি৷ আর মন যদি ভেঙে যায়, তা হলে সবার আগে কম হয় ইমিউনিটি৷ মানসিক ভাবে দুর্বল হয়ে পড়লে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়৷ তাই মেনটালি খুব স্ট্রং থাকতে হবে৷ এটা এখন এই পরিস্থিতিতে খুব জরুরি৷
advertisement
৭)পজিটিভ কথা বলি, কোথাও কী নতুন সংসারে একটু বেশি সময় দিতে পাচ্ছেন? স্ত্রীর সঙ্গেও, যেটা অন্য সময় হত না৷
উত্তর- একদমই তাই৷ আমি তো আগেও সেটা বললাম৷ আমরা নিজেদের মতো করে সময় ভাগ করে নিচ্ছি৷ আমাদের নির্দিষ্ট টিভি দেখার সময় থাকে৷ শনিবার আমরা চিট-ডে করি৷ মানে, একটু বিশেষভাবে কাটানোর চেষ্টা৷ যেমন ধরুন জন্মদিনে করে থাকি৷ একটা উদযাপন৷ তেমনই এখন সপ্তাহের বিশেষ একটি দিনে বিভিন্ন পদ রান্না হয়, খাওয়া দাওয়া হয় একসঙ্গে৷ তারপর নিয়ম করে একসঙ্গে ভাল ছবি দেখি৷ আর সেদিনই ভেবে রাখি পরের সপ্তাহের কথা৷ তৃণা দারুণ রান্না করে, আমার মা-বাবাও তাই৷ আমি রান্না পারি না৷ তাই বাসন মাজার কাজ আমার দায়িত্বে এসে পড়ে! (হেসে)
advertisement
৮)ধারাবাহিকের সকলের সঙ্গে যোগাযোগের জন্য কী ভিডিও কল হয়?
উত্তর- মাঝেমধ্যে কথা হয়৷ যারা খুব ঘনিষ্ঠ, তাঁদের সঙ্গে ভিডিও কল হয় কখনও৷
৯)নিজেকে সুস্থ রাখতে কী নিয়ম মেনে চলছেন?
উত্তর- মন ভাল রাখতে চেষ্টা করি আর তার সঙ্গে শরীরচর্চা করি নিয়ম করে৷ এটা খুবই গুরুত্বপূর্ণ৷ ইমিউনিটি বৃদ্ধির জন্য শুধু খাওয়া দাওয়া নয়, শরীরচর্চা করা প্রয়োজন৷ আমি আর তৃণা প্রতিদিন ৫ থেকে ৬.৩০ পর্যন্ত এক্সারসাইজ করি৷
১০)পরিস্থিতি স্বাভাবিক হলে, বেড়াতে যাবেন? কারণ আপনাদের দার্জিলিং-এর ভিডিও-ছবি তো ভাইরাল৷
উত্তর- (একটু হেসে) এটা তো শুধু আমি নয়, গোটা বিশ্বের মানুষ আশা করছেন৷ তবে হ্যাঁ, সব সুস্থ হয়ে উঠলে ভালভাবে মধুচন্দ্রিমার ইচ্ছে থাকল৷
১১)প্রিয় দর্শকদের জন্য বার্তা৷
উত্তর- পরিস্থিতি খুব খারাপ৷ তাই পজিটিভ থাকটা খুব জরুরি৷ এটাই আমি বারবার করে সবাইকে বলার চেষ্টা করব৷ আমরা আবার আগের মতো সময়ে ফিরে আসব৷ সব কিছু ভাল হবে৷ তাই একটু ধৈর্য ধরতে হবে, আর মনের জোর রাখতে হবে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel Bhattacharya: 'তৃণা দারুণ কুক, বাড়িতে ওর হাতের রান্না খাচ্ছি চুটিয়ে!' এই সময় মনের জোর রাখতে বললেন নিখিল ওরফে নীল ভট্টাচার্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement