Home /News /entertainment /
Durga Puja 2021 song: পুজোর গান 'দুগ্গা মা' নিয়ে হাজির মেখ্লা দাশগুপ্ত, শুনুন

Durga Puja 2021 song: পুজোর গান 'দুগ্গা মা' নিয়ে হাজির মেখ্লা দাশগুপ্ত, শুনুন

গতবারের মতো এবারও নিজের পুজোর গান (Durga Puja song) প্রকাশ করলেন শিল্পী মেখ্লা দাশগুপ্ত (Mekhla Dasgupta)৷

 • Share this:

  #কলকাতা: দুর্গা পুজো (Durga Puja 2021) মানেই নতুন জামা, খাওয়া-দাওয়া, আড্ডা আর সঙ্গে হৈহুল্লোড়৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে পুজোর গান৷ শিল্পীদের নতুন গান পুজোর (Durga Puja song) এক অঙ্গ হিসেবেই মানা হয়৷ একেবারে রীতি মেনেই নতুন গান তৈরি করেন তাঁরা যা পুজোর ক’টা দিন প্যান্ডেলগুলি মুখর করে তোলে৷ ৮ বা ৯এর দশকে পুজোতে গান রিলিজ পুজোর অবিছেদ্য অঙ্গ হিসেবেই মনে করা হত৷ ধীরে ধীরে তার চল কিছুটা কমলেও, এখনও বহু শিল্পী নিয়ম করেই পুজোর কথা মাথায় রেখে প্রকাশ করেন গান৷ এই ধারা মেনেই ২০২১-এ পুজোর গান রিলিজ করলেন সঙ্গীত শিল্পী মেখ্লা দাশগুপ্ত (Mekhla Dasgupta)৷

  আরও পড়ুনDurga Puja 2021: এবার পুজোয়ে ঠাকুরবাড়ির রান্না পড়বে পাতে! সপ্তপদীর পুজো স্পেশ্যাল মেনু...

  করোনা কালে পুজোর হিড়িকে কিছুটা যেন ভাটা পড়েছে৷ প্যান্ডেলে নো-এন্ট্রি৷ তাই গতবারের মতো এবারও পুজোর লিস্ট থেকে প্যান্ডেল হপিং (Pandel Hopping) বাদ পড়েছে সকলের৷ ফলে উন্মাদনা কিছুটা হলেও কম৷ তবে পুজো পাগল বাঙালি হাতিয়ার করেছেন বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া এবং অবশ্যই পুজোর গান (Bengali Pujo song)৷ একইভাবে বড় বড় পুজো উদ্যোগতারাও তাঁদের প্যান্ডলে সারাদিন বাজাবেন পুজোর সঙ্গে মানিয়ে তৈরি করা শিল্পীদের গান৷ কারণ যতদূর পর্যন্ত পৌঁছবে এই গানের সুর ও কথা, ততদূর মানুষের মনে ছড়িয়ে যাবে পুজোর মেজাজ৷

  গতবারের মতো এবারও নিজের পুজোর গান প্রকাশ করলেন শিল্পী মেখ্লা দাশগুপ্ত৷ 'প্রথম থেকে যদিও খুব বেশি পুজোর গান নিয়ে তৈরি ছিলাম না৷ শেষ পর্যন্ত আমার ইউটিউব থেকে পুজোর গান প্রকাশ করলাম৷ আসলে পুজো এমন একটা বিশেষ সময়, যখন শিল্পী হিসেবে মন চায় নতুন গান শ্রোতাদের শোনাতে৷ তাই তো এবারও শেষমেষ পুজোর গান তৈরি হয়ে গেল৷' বলছেন মেখ্লা৷ দুগ্গা মা (Dugga Maa Song) গানটি গেয়েছেন মেখ্লা ও সিদ্ধেশ্বর লায়ক৷ গানটির সুর দিয়েছেন শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং গীতিকার সোমরাজ দাস৷ গানটি মুক্তি পেয়েছে মেখ্লা দাশগুপ্তের ইউটিউব চ্যানেল থেকে৷

  গতবছরও একইভাবে শিল্পী মেখলার পুজোর গান মুক্তি পেয়েছিল, যা নিয়ে চর্চা হয়েছিল বেশ৷ গানের কথা ও সুরের পাশাপাশি গানের ভিডিওটি ছিল অনবদ্য৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Durga Puja 2021, Durga Puja song

  পরবর্তী খবর