‘খাবার পরে, একটা করে। কথা দিয়েছ!’ বাঙালির নস্ট্যালজিয়া উস্কে এবার অর্পণার ভূমিকায় ‘রাসমণি’ দিতিপ্রিয়া
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#কলকাতা: সিগারেটের প্যাকেটে লেখা ‘খাবার পরে, একটা করে। কথা দিয়েছ!’ এ যেন ভুলবার নয় ৷ সত্যজিতের কালজয়ী সৃষ্টি অপু ট্রিলজির মধ্যে শেষ ছবি ‘অপুর সংসার’ ৷ সৌমিত্র আর শর্মিলার সেই অবিস্মরণীয় অভিনয় যে গভীর দাগ কেটে গিয়েছিল বাঙালি মননে, সেই গভীরতাকেই আরও একবার ঝালিয়ে নেবে ‘অভিযাত্রিক’ ৷
সত্যজিৎ ‘অপুর সংসার’ যেখানে শেষ করে গিয়েছিলেন, সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’ ৷ পরিচালক শুভ্রজিৎ মিত্র। অপর্ণার ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায় আর অপুর চরিত্রে অর্জুন চক্রবর্তী। অপুর এক বন্ধু শঙ্করের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে ৷ বিভূতিভূষণের আরও এক অক্ষয় সৃষ্টি ৷
প্রথমে অপুর চরিত্রটি করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর। কিন্তু বাধ সাধে ভিসা। শুভ ভিসা না পাওয়ায় আবার নতুন করে খোঁজ শুরু হয় এই চরিত্রের। অবশেষে অর্জুন চক্রবর্তীকে মনে ধরে পরিচালকের ৷ চিত্রনাট্যের বাঁধনে ফিরে আসছে দুর্গা, অপর্ণা, রাণুদি, এমনকি লীলাও। ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে লীলার চরিত্রে, রাণুদির ভূমিকায় থাকছেন শ্রীলেখা মিত্র। তাঁর দিদির চরিত্রে অভিনয় করবেন সোহাগ সেন। ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হল, গোটা ছবিটাই শ্যুট হয়েছে সাদা-কালোতে ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2019 6:15 PM IST