Dev: পাহাড়ে 'কিসমিস'-এর শ্যুটিং করলেন দেব! তৃণমূলে বাবুলের যোগদান নিয়ে কী বললেন অভিনেতা

Last Updated:

Dev: শৈলশহরের আতিথেয়তায় মুগ্ধ অভিনেতা দেব। পাহাড়ে 'কিসমিস'-এর শ্যুটিং করলেন তিনি।

শৈলশহরের আতিথেয়তায় মুগ্ধ অভিনেতা
শৈলশহরের আতিথেয়তায় মুগ্ধ অভিনেতা
#শিলিগুড়ি: উত্তরবঙ্গ অভিনেতা দেবের (Dev) বরাবরেরই প্রিয়। উত্তরের শৈলশহর তাঁকে ডাকে। পাহাড়ের কোলে তাঁর অভিনীত প্রতিটি ছবিই সুপার ডুপার হিট। পাহাড়কে তিনিও ভালোবাসেন। এখানকার মানুষজনের সঙ্গে তাঁর সখ্যতাও ভালো। শ্যুটিং এর সময়ে দেবকে বরণ করে নেন এখানকার মানুষ। বিশেষ করে তাঁর ছবির শ্যুটিংয়ের ডেস্টিনেশন দার্জিলিং হলে তো কথাই নেই!
এর আগেও বহুবার শ্যুটিংএ উত্তরবঙ্গে এসছেন দেব (Dev)। আবারও আসবেন। কেননা দার্জিলিংয়ের বাসিন্দাদের ভালোবাসা তাঁর সঙ্গে আছে। এবারেও অন্যথা হয়নি। দার্জিলিংয়ে ৮ দিনের নতুন ছবির শ্যুটিং শেষে আজ কলকাতায় ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে একথা বলেন টলিউডের অভিনেতা সাংসদ দেব। নতুন ছবি "কিসমিস" এর শ্যুটিংয়ের দ্বিতীয় পর্যায়ের শ্যুটিং হল। দার্জিলিংয়ের ঘুম স্টেশন সহ একাধিক ভিউ পয়েন্টে হল নতুন বাংলা ছবির শ্যুটিং। বৃষ্টির মাঝেও আবহাওয়া বেশ সায় দিয়েছে বলে জানান দেব। নির্বিঘ্নেই শ্যুটিং হয়েছে শৈলশহরের একাধিক স্পটে।
advertisement
সামনেই বাঙালির সেরা পার্বন দূর্গোৎসব। পুজোর আগেই রিলিজ হচ্ছে তাঁর অভিনীত দুটি বাংলা ছবি। 'হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী' এবং 'গোলন্দাজ' ছবি দুটি আসছে পুজোর আগেই। দেব জানান, স্বাস্থ্য বিধি মেনে সিনেমাপ্রেমীরা সিনেমা হলে যাবেন এবং ছবি দুটোই দেখবেন। ভালো সাড়া মিলবে বলে আশা দেবের। তবে কোভিড বিধি মানার পরামর্শ দিয়েছেন অভিনেতা সাংসদ। তিনি জানান, কোভিড এখনও বিদায় নেয়নি। প্রতিরোধে টিকা যেন সকলেই নেয়, সেদিকটাও দেখতে হবে। সিনেমা হল কর্তৃপক্ষও এই নিয়ে সচেতন। পুজোর পরেই 'কিসমিস' ছবিটি মুক্তি পাবে। ফের ছবির শ্যুটিংয়ে পাহাড়ে আসবেন তিনি। সম্ভবত নভেম্বরেই দার্জিলিংয়ে ফের শ্যুটিং পর্বে আসবেন দেব।
advertisement
advertisement
শ্যুটিংয়ের সময়েই রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জনপ্রতিনিধি দেবের (Dev) নজরদারি ছিল তাঁর নির্বাচনী কেন্দ্রে। সম্প্রতি বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। এই প্রসঙ্গে দেবের দাবি, "বাবুল দার সঙ্গে আমার ভালো সম্পর্ক। ও কেন দল ছাড়লেন তা বাবুল দাই ভালো বলতে পারবেন। কোন দলে ছিল বা কোন দলে এলো এটা ফ্যক্টর নয়। এটা বাবুলদা আর আমার দল বলতে পারবে।"
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের আসন্ন ছবি গোলন্দাজ-এর ট্রেলার। ট্রেলারেই বাজিমাত করেছেন অভিনেতা। বাঙালির ফুটবল প্রেমের সূচনায় যাঁর অশেষ ভূমিকা রয়েছে সেই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন নিয়ে তৈরি ছবি গোলন্দাজ। ছবিতে নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় অভিনয় করবেন দেব (Dev)। দেবকে নানারকম চরিত্রে দেখেছে বাঙালি দর্শক। তবে এই চরিত্রে একেবারে নতুন রূপে তাঁকে আবিষ্কার করার সুযোগ রয়েছে, তা ট্রেলারই বলে দেয়। আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev: পাহাড়ে 'কিসমিস'-এর শ্যুটিং করলেন দেব! তৃণমূলে বাবুলের যোগদান নিয়ে কী বললেন অভিনেতা
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement