Bengali Web Series: অংশুমানের সাইকো ড্রামায় জুটি বাঁধলেন অনিন্দ পুলক ও সায়ন্তনী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ওয়েববক্স ওটিটি প্ল্যাটফর্মে (OTT Webbox) দেখা যাবে অংশুমান বন্দ্যোপাধ্যায়ের লার্জ পেগ৷ (Bengali Web series) ৷
#কলকাতা: 12 seconds-র পর এবার ওয়েব সিরিজ (Bengali Web Series) দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায় (Angsuman Banerji)৷ এই ওয়েব সিরিজের নাম লার্জ পেগ (Large Peg)৷ যা সাইকোলজিক্যাল থ্রিলার (Psychological Thriller) ধর্মী৷ আপাতত সিনেমা হলের দশা বেহাল৷ করোনা কালে বাড়িতে বসে ওটিটি প্ল্যাটফর্মে ছবি বা সিরিজ দেখতে অভ্যস্ত হয়েছেন অনেকে৷ ফলে বেড়েছে ডিজিটাল মাধ্যমের গুরুত্বও৷ তাই তো পরিচালক অংশুমানের ওয়েব সিরিজ লার্জ পেগ নিয়েও আশা বাড়ছে৷
এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়(Anindya Pulak Banerjee), সায়ন্তনী গুহঠাকুরতা , Sayantani Guha Thakurata), শ্রীতমা দে৷ নতুন মুখ হিসেবে থাকছেন সারা নাথ ও পায়েল রায়৷ সিরিজটির ভাবনা, চিত্রনাট্য ও পরিচালনার করেছেন অংশুমান নিজে৷ গল্প লিখেছেন সৈকত ঘোষ, সংলাপ লিখেছেন প্রত্যুষা ঘোষ৷ চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং এই ওয়েব সিরিজের সঙ্গীত পরিচালক শমীক কুন্ডু৷
advertisement
আরও পড়ুন Sandy Saha| Yash Dasgupta: অবশেষে ইচ্ছেপূরণ! সিঁথি রাঙিয়ে দিলেন যশ দাশগুপ্ত, সুপার ভাইরাল ভিডিও...
advertisement
২০০১ থেকে পরিচালনায় রয়েছেন অংশুমান৷ তিনি একাধারে কবি ও ফ্যাশন ফটোগ্রাফার৷ টেলিভিশনে বিভিন্ন জনপ্রিয় ফিকশন-ননফিকশনে সহকারি পরিচালক হিসেবে কাজ করার পর, অন্যান্য মাধ্যমে নিজের কাজ শুরু করেন তিনি৷ তার মধ্যে রয়েছে ইকির মিকির, চলো বন্ধু পাল্টাই, অনামিকা, শেষ বলে কিছু নেই ইত্যাদি৷ লার্জ পেগ শুরু করার আগে তিনি দর্শকদের উপহার দিয়েছেন শর্ট ফিল্ম ১২ সেকেন্ডস (12 Seconds)৷ যা দারুণ সাড়া ফেলেছিল৷ অভিনয়ে ছিলেন শিলাজিৎ ও শ্রীলেখা মিত্র৷ বহু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হয় ছবিটি৷
advertisement
লার্জ পেগ একটি সাইকোলজিক্যাস ড্রামা যা মূলত একজন পরিচালক ও তাঁর অল্টার ইগোর এক লেখকের গল্প৷ এর মধ্যে দিয়েই সম্পর্কের চাপানউতর এবং জীবনের গল্প বদলে যাওয়ার গল্প উঠে আসবে এই ওয়েব সিরিজে৷ এক ব্যক্তির বহুমুখী মনস্তত্ত্ব এবং বর্হিজগতে তার মনোভাবের গল্প বলবে লার্জ পেগ৷ ওয়েববক্স ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অংশুমান বন্দ্যোপাধ্যায়ের লার্জ পেগ৷ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2021 12:15 PM IST