রুক্মিণীর প্রেমে হাবুডুবু দেব, Valentine's Day-তে কী বললেন নায়ক ?

Last Updated:

এবার ভ্যালেন্টাইস ডে একটু বেশিই স্পেশাল দেব-রুক্মিণীর ৷ নিচ্ছেন একসঙ্গে পথ চলার অঙ্গীকার ৷ এই নতুন যাত্রায় অন্যান্যবারের মতোই দেব ও রুক্মিণী থাকছেন জুটি হিসেবে ৷ এটাই এই Valentine's Day-র শপথ বাংলার সুপারস্টার দেব ও রুক্মিণীর ৷

#কলকাতা: প্রেমের দিন বলে কথা ৷ তাই তো প্রেমিকাকে পাশে নিয়েই সেই দিনটি কাটাচ্ছেন দেব ৷ প্রেম দিবসে প্রেম জমেছে ৷ দেব-রুক্মিণীর প্রেমের কথা সকলেই এখন জেনে গিয়েছেন ৷ তারা নিজেরাও কোন গোপনীয়তা বজায় রাখেন না ৷ একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে যে কোন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় তাদের ৷ দেব প্রযোজিত সব ছবিতেই অভিনয় করেন রুক্মিণী ৷ এবার ভ্যালেন্টাইস ডে একটু বেশিই স্পেশাল দেব-রুক্মিণীর ৷ নিচ্ছেন একসঙ্গে পথ চলার অঙ্গীকার ৷ এই নতুন যাত্রায় অন্যান্যবারের মতোই দেব ও রুক্মিণী থাকছেন জুটি হিসেবে ৷ এটাই এই Valentine's Day-র শপথ বাংলার সুপারস্টার দেব ও রুক্মিণীর ৷
অনেকগুলি ছবি একসঙ্গে করে ফেলেছেন তাঁরা ৷ ইদানিং দেবর ছবি মানেই তাতে রুক্মিণী মাস্ট ! এদের জুটি মনে ধরেছে দর্শকদের ৷ তবে তারও আগে এই জুটির দু’জনের দু’জনকে মনে ধরেছে ৷ ভ্যালেন্টাইস ডে-তে আরও একবার সেই বার্তাই এল সামনে ৷ ঘোষণা হল তাদের নতুন ছবি কিডন্যাপের ৷ রাজা চন্দ পরিচালিত এই ছবির ফার্স্টলুক এল সামনে ৷ একেবারে যেন প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব-রুক্মিণী ৷ লাভারবয় হিসেবে চিরকালই দেবকে পছন্দ করেছে দর্শক ৷ এবারও সেই একইভাবে প্রেমিক দেবকে দেখা যাবে স্ক্রিন জুড়ে ৷ রোম্যান্স করবেন রুক্মিণীর সঙ্গে ৷
advertisement
দেব-রুক্মিণীর নতুন ছবি কিডন্যাপ ৷ দেখুন ছবির ফার্স্টলুক ৷ দেব-রুক্মিণীর নতুন ছবি কিডন্যাপ ৷ দেখুন ছবির ফার্স্টলুক ৷
advertisement
কিডন্যাপ ছবির ফার্স্টলুক ৷ কিডন্যাপ ছবির ফার্স্টলুক ৷
advertisement
প্রকাশিত হয়েছে দেব-রুক্মিণীর নতুন ছবি কিডন্যাপের প্রথম ছবি ৷ আর সেই ছবি দেখেই একটি পুরনো ছবির কথা মনে পড়ে গেল ৷ শ্যুটিং-এর ফাঁকে কী করেন দেব-রুক্মিণী সেটাও বোঝা গেল ৷ তাঁদের রোম্যান্স যে একেবারে দুষ্টু-মিষ্টি আবেগে ভরা তা পুরনো ছবিই বলে দেবে ৷ দেখুন ছবির এই সিনে প্রেমিকার আঙুলে নেলপলিশ লাগিয়ে দিচ্ছেন দেব ৷ শট টেকের পর দুজনে কী করছিল জানেন ? দেখুন সেই পুরনো ছবিটি যা দেব নিজেই পোস্ট করেছিলেন !
advertisement
Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram
তাদের নতুন ছবির নাম কিডন্যাপ ৷ পরিচালনায় রাজা চন্দ ৷ ছবির সঙ্গীতের দায়িত্বে জিৎ গাঙ্গোপাধ্যায় ৷ প্রেম দিবসেই ঘোষণা এই কমার্শিয়াল ছবির ৷ আরও একবার প্রিয় নায়ককে পর্দা জুড়ে রোম্যান্স করতে দেখতে পাবেন দেব ভক্তরা !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রুক্মিণীর প্রেমে হাবুডুবু দেব, Valentine's Day-তে কী বললেন নায়ক ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement