রুক্মিণীর প্রেমে হাবুডুবু দেব, Valentine's Day-তে কী বললেন নায়ক ?

Last Updated:

এবার ভ্যালেন্টাইস ডে একটু বেশিই স্পেশাল দেব-রুক্মিণীর ৷ নিচ্ছেন একসঙ্গে পথ চলার অঙ্গীকার ৷ এই নতুন যাত্রায় অন্যান্যবারের মতোই দেব ও রুক্মিণী থাকছেন জুটি হিসেবে ৷ এটাই এই Valentine's Day-র শপথ বাংলার সুপারস্টার দেব ও রুক্মিণীর ৷

#কলকাতা: প্রেমের দিন বলে কথা ৷ তাই তো প্রেমিকাকে পাশে নিয়েই সেই দিনটি কাটাচ্ছেন দেব ৷ প্রেম দিবসে প্রেম জমেছে ৷ দেব-রুক্মিণীর প্রেমের কথা সকলেই এখন জেনে গিয়েছেন ৷ তারা নিজেরাও কোন গোপনীয়তা বজায় রাখেন না ৷ একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে যে কোন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় তাদের ৷ দেব প্রযোজিত সব ছবিতেই অভিনয় করেন রুক্মিণী ৷ এবার ভ্যালেন্টাইস ডে একটু বেশিই স্পেশাল দেব-রুক্মিণীর ৷ নিচ্ছেন একসঙ্গে পথ চলার অঙ্গীকার ৷ এই নতুন যাত্রায় অন্যান্যবারের মতোই দেব ও রুক্মিণী থাকছেন জুটি হিসেবে ৷ এটাই এই Valentine's Day-র শপথ বাংলার সুপারস্টার দেব ও রুক্মিণীর ৷
অনেকগুলি ছবি একসঙ্গে করে ফেলেছেন তাঁরা ৷ ইদানিং দেবর ছবি মানেই তাতে রুক্মিণী মাস্ট ! এদের জুটি মনে ধরেছে দর্শকদের ৷ তবে তারও আগে এই জুটির দু’জনের দু’জনকে মনে ধরেছে ৷ ভ্যালেন্টাইস ডে-তে আরও একবার সেই বার্তাই এল সামনে ৷ ঘোষণা হল তাদের নতুন ছবি কিডন্যাপের ৷ রাজা চন্দ পরিচালিত এই ছবির ফার্স্টলুক এল সামনে ৷ একেবারে যেন প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব-রুক্মিণী ৷ লাভারবয় হিসেবে চিরকালই দেবকে পছন্দ করেছে দর্শক ৷ এবারও সেই একইভাবে প্রেমিক দেবকে দেখা যাবে স্ক্রিন জুড়ে ৷ রোম্যান্স করবেন রুক্মিণীর সঙ্গে ৷
advertisement
দেব-রুক্মিণীর নতুন ছবি কিডন্যাপ ৷ দেখুন ছবির ফার্স্টলুক ৷ দেব-রুক্মিণীর নতুন ছবি কিডন্যাপ ৷ দেখুন ছবির ফার্স্টলুক ৷
advertisement
কিডন্যাপ ছবির ফার্স্টলুক ৷ কিডন্যাপ ছবির ফার্স্টলুক ৷
advertisement
প্রকাশিত হয়েছে দেব-রুক্মিণীর নতুন ছবি কিডন্যাপের প্রথম ছবি ৷ আর সেই ছবি দেখেই একটি পুরনো ছবির কথা মনে পড়ে গেল ৷ শ্যুটিং-এর ফাঁকে কী করেন দেব-রুক্মিণী সেটাও বোঝা গেল ৷ তাঁদের রোম্যান্স যে একেবারে দুষ্টু-মিষ্টি আবেগে ভরা তা পুরনো ছবিই বলে দেবে ৷ দেখুন ছবির এই সিনে প্রেমিকার আঙুলে নেলপলিশ লাগিয়ে দিচ্ছেন দেব ৷ শট টেকের পর দুজনে কী করছিল জানেন ? দেখুন সেই পুরনো ছবিটি যা দেব নিজেই পোস্ট করেছিলেন !
advertisement
Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram
তাদের নতুন ছবির নাম কিডন্যাপ ৷ পরিচালনায় রাজা চন্দ ৷ ছবির সঙ্গীতের দায়িত্বে জিৎ গাঙ্গোপাধ্যায় ৷ প্রেম দিবসেই ঘোষণা এই কমার্শিয়াল ছবির ৷ আরও একবার প্রিয় নায়ককে পর্দা জুড়ে রোম্যান্স করতে দেখতে পাবেন দেব ভক্তরা !
বাংলা খবর/ খবর/বিনোদন/
রুক্মিণীর প্রেমে হাবুডুবু দেব, Valentine's Day-তে কী বললেন নায়ক ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement