#কলকাতা: তিনটি চরিত্রকে ঘিরে পারিবারিক মজার ছবি ‘পাপ্পুর বিয়ে’। ছবিতে এমন সব চরিত্র রয়েছে যা আপনি সমাজে এমনকি আপনার বাড়ির আশপাশে প্রতি পরিবারেই খুঁজে পাবেন। ছবিটি প্রযোজনা করেছে ক্ল্যাপবোর্ড এন্টারটেনমেন্ট ও পি এস ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট। ছবিতে মূল চরিত্র তিনটি। পাপ্পু ও তার অভিভাবক। ‘পাপ্পু’ শব্দটি এখন যে কোনও বোকা বা সরল মানুষের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু খতিয়ে দেখলে আমরা দেখব, বাস্তব জীবনে আমরা সবাই কখনও না কখনও ‘পাপ্পু’-র ভূমিকা গ্রহণ করি। কখনও না কখনও কেউ না কেউ আমাদের বোকা বানিয়ে যায়। এখানে তেমনই ‘পাপ্পু’কে দেখানো হয়েছে। অন্যদিকে অভিভাবকরা আমাদের জীবন অধিকাংশ সময়ই প্রভাবিত করে৷ এখানেও কোনও ব্যতিক্রম হবে না৷
এই ছবির মাধ্যমে অ্যান্থনি জেন-এর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। অ্যান্থনি জেন চলচ্চিত্রে পথ চলা শুরু করেন রাজা চন্দের সহকারী হিসেবে। এই ছবিতে নতুন মুখ হিসেবে দেখা যাবে তাব্বু ও পম্পিকে। সঙ্গে থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী, সোমা চক্রবর্তী, অরুনাভ দত্ত, পাপিয়া অধিকারী, বরুণ চক্রবর্তী, সুমিত্র বন্দ্যোপাধ্যায় ও পিয়ালি। সুর দিয়েছেন উৎসব মণ্ডল। গান গেয়েছেন নিখিল ডি’সুজা, শ্রেয়সী চট্টোপাধ্যায়, উৎপল দে ও অভিষেক ভট্টাচার্য। চিত্রগ্রাহক এম মলয়। সম্পাদক নির্মল পারুই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Movie, Tollywood