হোম /খবর /বিনোদন /
পাপ্পুর বিয়ে নিয়ে হইচই চারিদিকে! মজার মোড়কে বাস্তবে গল্প বলবেন পরিচালক

পাপ্পুর বিয়ে নিয়ে হইচই চারিদিকে! মজার মোড়কে বাস্তবে গল্প বলবেন পরিচালক

এই ছবির মাধ্যমে অ্যান্থনি জেন-এর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: তিনটি চরিত্রকে ঘিরে পারিবারিক মজার ছবি ‘পাপ্পুর বিয়ে’। ছবিতে এমন সব চরিত্র রয়েছে যা আপনি সমাজে এমনকি আপনার বাড়ির আশপাশে প্রতি পরিবারেই খুঁজে পাবেন। ছবিটি প্রযোজনা করেছে ক্ল্যাপবোর্ড এন্টারটেনমেন্ট ও পি এস ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট। ছবিতে মূল চরিত্র তিনটি। পাপ্পু ও তার অভিভাবক। ‘পাপ্পু’ শব্দটি এখন যে কোনও বোকা বা সরল মানুষের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু খতিয়ে দেখলে আমরা দেখব, বাস্তব জীবনে আমরা সবাই কখনও না কখনও ‘পাপ্পু’-র ভূমিকা গ্রহণ করি। কখনও না কখনও কেউ না কেউ আমাদের বোকা বানিয়ে যায়। এখানে তেমনই ‘পাপ্পু’কে দেখানো হয়েছে। অন্যদিকে অভিভাবকরা আমাদের জীবন অধিকাংশ সময়ই প্রভাবিত করে৷ এখানেও কোনও ব্যতিক্রম হবে না৷

এই ছবির মাধ্যমে অ্যান্থনি জেন-এর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। অ্যান্থনি জেন চলচ্চিত্রে পথ চলা শুরু করেন রাজা চন্দের সহকারী হিসেবে। এই ছবিতে নতুন মুখ হিসেবে দেখা যাবে তাব্বু ও পম্পিকে। সঙ্গে থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী, সোমা চক্রবর্তী, অরুনাভ দত্ত, পাপিয়া অধিকারী, বরুণ চক্রবর্তী, সুমিত্র বন্দ্যোপাধ্যায় ও পিয়ালি। সুর দিয়েছেন উৎসব মণ্ডল। গান গেয়েছেন নিখিল ডি’সুজা, শ্রেয়সী চট্টোপাধ্যায়, উৎপল দে ও অভিষেক ভট্টাচার্য। চিত্রগ্রাহক এম মলয়। সম্পাদক নির্মল পারুই।

Published by:Pooja Basu
First published:

Tags: Bengali Movie, Tollywood