Rachana Banerjee video: উইকেন্ডে কোন পানীয় খান দিদি নং ১ রচনা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও

Last Updated:

রচনা এখন সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়৷

#কলকাতা: বাংলার অত্যন্ত প্রিয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায়৷ তিনি৷ তাঁর শো শুধু সুপার হিট এবং সেই শোয়ের দৌলতে তিনিও জনপ্রিয় দিদি এবং অবশ্যই দিদি নম্বর ওয়ান! সপ্তাহভর তাঁকে টিভির পর্দায় দেখতে অভ্যস্থ দর্শক৷ এমনকি বাদ যায় না রবিবারও৷ তবে দিদি নিজে শ্যুট সেরে দারুণ মজা করেন উইকেন্ডে৷ বন্ধুদের সঙ্গে করেন পার্টি৷ তাই তো উইকেন্ড তাঁর ডায়েটের কোনও বালাই থাকে না৷ কী কী খান রচনা? সঙ্গে কোন ড্রিঙ্কস? নিজেই ভিডিও পোস্ট করে জানিয়ে দিলেন অভিনেত্রী!
রচনা বন্দ্যোপাধ্যায় এখন সঞ্চালিকা হিসেবেই সুপারহিট৷ দিদি নম্বর ১-র জন্য তিনি সব বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন৷ তবে তিনি অভিনেত্রী হিসেবেও খুবই সুপরিচিত৷ বাংলার পাশাপাশি হিন্দি এবং ওড়িয়া ছবিতেও তিনি কাজ করেছেন৷ অমিতাভ বচ্চনের নায়িকা হিসেবেও দেখা গিয়েছে তাঁকে৷ বয়সের কোনও ছাপই পড়েনি তাঁর শরীরে৷ তিনি যেন এভারগ্রিন৷ এখনও তিনি স্ক্রিনে সমান দাপুটে৷
advertisement
advertisement
advertisement
রচনা এখন সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়৷ এবং সেখানেও তাঁর পোস্ট ফলো করেন বহু মানুষ৷ এমনই এক পোস্টে তিনি ফাঁস করেছেন তাঁর সপ্তাহান্তের ডায়েট৷ তবে সাধারণ ভাবে নায়িকাদের ডায়েট বলতে যা বোঝেন সকলে, তেমন ডায়েটের কোনও ব্যাপারেই যেন নেই৷ একেবারে মন খুলে খানাপিনা চলছে অভিনেত্রীর৷ তিনি ঠান্ডা তরল পানীয়ে চুমুক যেমন দিচ্ছেন, তেমনই কামড় বসাচ্ছেন চিপস বা ব্রাউনিতে! অর্থাৎ মন ভরে খাচ্ছেন রচনা যেখানে ক্যালোরির কোনও চিন্তাই তিনি করছেন না৷ তাহলেই বুঝুন৷ এভাবেও নাকি এমন ঝরঝরে ফিগার ধরে রাখছেন দিদি নম্বর ওয়ান!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rachana Banerjee video: উইকেন্ডে কোন পানীয় খান দিদি নং ১ রচনা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement