Viral: 'দুনিয়া মে, লোগো কো' গান গেয়ে মঞ্চে কাঁপাচ্ছেন প্রসেনজিৎ ঘরণী অর্পিতা, পুরনো ভিডিও ভাইরাল

Last Updated:

তবে শুধু এই গান নয়, নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি নিজের গলায় গান পোস্ট করেছেন অর্পিতা৷

#কলকাতা: অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) শুধু ভাল অভিনয় করেন না, তিনি ভাল গায়িকা এবং নাচেনও দারুণ৷ তাঁর গলায় গান শোনা গিয়েছে বেশ কয়েকবার৷ এছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে তিনি গান গেয়েছেন যার ভিডিও ভাইরাল৷ তেমনই একটি পুরনো ভিডিও শেয়ার (Viral Video) করেছেন অর্পিতা নিজে৷ রাহুল দেব বর্মনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে একটি ভিডিও পোস্ট (Old Video)করেন অর্পিতা৷ সেখানে তাঁকে জনপ্রিয় হিন্দি গান দুনিয়া মেয় লোগো কো গাইতে শোনা গিয়েছে৷ সুন্দরীর গলায় এমন গানে যেন আলো হয়ে উঠেছে মঞ্চ৷
তবে শুধু এই গান নয়, নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি নিজের গলায় গান পোস্ট করেছেন অর্পিতা৷ সেই সব শুনলেই বোঝা যায় যে তিনি গান গাইতেও বেশ পছন্দ করেন৷ তাই তো সুযোগ পেলেই বসে পড়েন হার্মোনিয়াম নিয়ে৷ গানে-নাচে পারদর্শী প্রসেনজিৎ ঘরণী৷
advertisement
advertisement
advertisement
বিয়ের পর তিনি ছবির দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন৷ প্রসেনজিত চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) স্ত্রী হিসেবে তিনিই টলিউডের ফার্স্ট লেডি৷ তবে সেই তকমায় একেবারে বিশ্বাসী নন অর্পিতা৷ তিনি নিজের গুণে সকলের কাছে পরিচিত৷ তাই তো আবারও ফিরে এসেছেন অভিনয় জগতে৷ তবে হাতে গোনা ছবিতে অভিনয় করছেন অর্পিতা৷ সম্প্রতি তাঁর বাংলা ছবি অব্যক্ত ও গুলদস্তা বেশ প্রশংসিত হয়েছে৷ তবে ভক্তরা আবদার মিটিয়ে বুম্বদা (প্রসেনজিতের) সঙ্গে ছবি হচ্ছে না অর্পিতার৷ এখনও পর্যন্ত দু’জনে মোট ৫টি ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন৷ তবে অনেকেই মনে করেন যে, দু’জনের একসঙ্গে সেরা কাজটা এখনও বাকি রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: 'দুনিয়া মে, লোগো কো' গান গেয়ে মঞ্চে কাঁপাচ্ছেন প্রসেনজিৎ ঘরণী অর্পিতা, পুরনো ভিডিও ভাইরাল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement