#কলকাতা: অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) শুধু ভাল অভিনয় করেন না, তিনি ভাল গায়িকা এবং নাচেনও দারুণ৷ তাঁর গলায় গান শোনা গিয়েছে বেশ কয়েকবার৷ এছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে তিনি গান গেয়েছেন যার ভিডিও ভাইরাল৷ তেমনই একটি পুরনো ভিডিও শেয়ার (Viral Video) করেছেন অর্পিতা নিজে৷ রাহুল দেব বর্মনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে একটি ভিডিও পোস্ট (Old Video)করেন অর্পিতা৷ সেখানে তাঁকে জনপ্রিয় হিন্দি গান দুনিয়া মেয় লোগো কো গাইতে শোনা গিয়েছে৷ সুন্দরীর গলায় এমন গানে যেন আলো হয়ে উঠেছে মঞ্চ৷
তবে শুধু এই গান নয়, নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি নিজের গলায় গান পোস্ট করেছেন অর্পিতা৷ সেই সব শুনলেই বোঝা যায় যে তিনি গান গাইতেও বেশ পছন্দ করেন৷ তাই তো সুযোগ পেলেই বসে পড়েন হার্মোনিয়াম নিয়ে৷ গানে-নাচে পারদর্শী প্রসেনজিৎ ঘরণী৷
বিয়ের পর তিনি ছবির দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন৷ প্রসেনজিত চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) স্ত্রী হিসেবে তিনিই টলিউডের ফার্স্ট লেডি৷ তবে সেই তকমায় একেবারে বিশ্বাসী নন অর্পিতা৷ তিনি নিজের গুণে সকলের কাছে পরিচিত৷ তাই তো আবারও ফিরে এসেছেন অভিনয় জগতে৷ তবে হাতে গোনা ছবিতে অভিনয় করছেন অর্পিতা৷ সম্প্রতি তাঁর বাংলা ছবি অব্যক্ত ও গুলদস্তা বেশ প্রশংসিত হয়েছে৷ তবে ভক্তরা আবদার মিটিয়ে বুম্বদা (প্রসেনজিতের) সঙ্গে ছবি হচ্ছে না অর্পিতার৷ এখনও পর্যন্ত দু’জনে মোট ৫টি ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন৷ তবে অনেকেই মনে করেন যে, দু’জনের একসঙ্গে সেরা কাজটা এখনও বাকি রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।